আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০৫:৩৫ অপরাহ্ন
শনিবার, ০১ ডিসেম্বর, ২০১৮   |   sonalisandwip.com
সন্দ্বীপে দম্পতিদের নিয়ে সভা অনুষ্ঠিত

দম্পতিদের ঝুঁকি পূর্ন কাজে সমতা আনয়ন ও পারিবারিক কাজে সহযোগীতা মুলক মনোভাব সৃষ্টির লক্ষে এক সভা আজ ১ ডিসেম্বর রিকল ২০২১ প্রজেক্টের উদ্যোগে আজিমপুর ইউনিয়নের দ্বীপ সিবিওতে অনুষ্ঠিত হয়।

এতে ১০ জোড়া দম্পতি অংশ গ্রহন করেন এবং স্ত্রী পুরুষের প্রতিদিনের কাজ কর্ম পর্যালোচনা করে দেখেন যে প্রতিদিন নারীরা প্রায় ৩৭ ধরনের কাজ করেন আর পুরুষরা করেন মাত্র আট প্রকার ।

কিন্তু নারীদের কাজে সরাসরি টাকা উপার্জিত হয়না বলে পুরুষরা বলেন তারা কোন কাজ করেনা । অথচ নারীদের শ্রম ঘন্টা ও পুরুষের শ্রম ঘন্টা হিসেব করলে দেখা যায় নারীরা পুরুষের চেয়ে পাঁচ গুন বেশী কাজ করেন ।

আবার যারা বেশী কাজ করেন তারা স্বাভাবিক নিয়মে বেশী খাবার গ্রহন করার বিষয় থাকলেও সে ব্যাপারে দেখা যায় পুরোটা উল্টো অথ্যাৎ নারীরা অনেক কম খাবার খায় এবং তাদের চিকিৎসায় কম টাকা ব্যয় করা হয়। এবং নারীদের কাজে শারীরিক ঝুঁকিও বেশী ।

সে হিসেবে নারীদের কোন মর্যদা দেওয়া হয়না বরং একটু সময়ের হেরফের হলে তারা শারীরিক নির্যাতনের শিকার হন।

এ সমস্ত বিষয় বিশ্লেষন করে তাদের কাজে ঝুঁকি কমানোর জন্য উপস্থিত স্বামীরা সংসারের কাজে যতটুকু সম্ভব সহযোগিতা করার অঙ্গীকার করেন।

সভায় সহায়কের ভুমিকায় ছিলেন রিকল প্রতিনিধি বাদল রায় স্বাধীন।