আজ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০৮:১১ অপরাহ্ন
সোমবার, ০৩ ডিসেম্বর, ২০১৮   |   sonalisandwip.com
রিকল প্রজেক্টের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন

আজ ৩ ডিসেম্বর রোজ সোমবার রিকল ২০২১ প্রজেক্টে এসডিআই'র উদ্যোগে সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের লতা সিবিওতে অান্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। এবার প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো ''সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের

ক্ষমতায়ন''। প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে আয়োজিত আলোচনা সভাটি একজন শারিরীক প্রতিবন্ধী মোঃ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মুল আলোচক ছিলেন রিকল প্রজেক্টের প্রতিনিধি কবি ও সংবাদ কর্মী বাদল রায় স্বাধীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিকল প্রজেক্টের স্বেচ্ছাসেবক মোঃ আব্দুল হামিদ সুমন, সিবিও সদস্য মোঃ আব্দুল হাই, জেসমিন বেগম,মোঃ নাছির ও ইয়ুথ গ্রুপ সদস্য মোঃ শাহাদাৎ প্রমুখ। বক্তারা বলেন

প্রতিবন্ধীরা সমাজের ছিন্নমূল কোনো জনগোষ্ঠী নয় তারাও এই সমাজের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবন্ধীরা কারো দয়া বা করুণার পাত্র নয় আমরা চাই তাদের প্রতি সত্যিকারের ভালোবাসা ও তাদের সুরক্ষা ও সঠিক অধিকার বাস্তবায়ন, উন্নয়নের মূল স্রোতধারায় প্রতিবন্ধীদের একীভূতকরণ করতে হবে।

প্রতিবন্ধীদের বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলে আমরা মনে করি। আমাদের একটু সহযোগীতা ও একটু সহমর্মিতা পেলেই তারাও সুস্থ স্বাভাবিক ও যোগ্যতাসম্পন্ন মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে। আমরা যদি প্রতিবন্ধীদের মৌলিক অধিকার গুলি নিশ্চিত করতে পারি এবং তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধার আওতায় এনে তাদের মেধা বিকাশের সুযোগ টা অন্তত সৃষ্টি করে দিতে পারি তাহলে তারাও যে হতে পারে বড় কোনো বিজ্ঞানী

দার্শনিক গণিতজ্ঞ এবং রাখতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে বিরাট ভূমিকা। পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পৌছে গেছেন এক অনন্যা উচ্চতায় কর্মই তাদেরকে গোটা বিশ্বের কাছে পৌছে দিয়েছে শারীরিকভাবে অক্ষম হয়েও একজন মানুষ কিভাবে সফল হতে পারে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী প্রফেসর স্টিভেন হকিং তিনি কিন্তু ছিলেন একজন শারীরিক প্রতিবন্ধী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় (এএলএস) রোগে আক্রান্ত হয়ে তিনি শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন! ফলে কথা বলা ও চলার ক্ষমতা হারিয়ে ফেলেন। আমেরিকার খ্যাতনামা লেখক ও সমাজসেবী হেলেন কেলার: তিনি জন্মগতভাবেই দৃষ্টিহীন ও বধির! কিন্তু প্রতিবন্ধকতা তাকে কখনো দমাতে পারেনি বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছেন তিনি তার মতো মানুষদের অনুপ্রাণিত করতে। তাই প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের মনের জোর বাড়াতে হবে।