আজ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার, ০৮:২০ পূর্বাহ্ন
সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮   |   sonalisandwip.com
‘রাজনীতির মুক্তমঞ্চ কর্তৃক চট্টগ্রামে একাদশ সংসদ নির্বাচনে অনলাইন এক্টিভিস্টদের ভূমিকা’ শীর্ষক কর্মশালার  সনদ গ্রহণ করলেন সন্দ্বীপ’র সাংবাদিক এম এ হাশেম

রাজনীতির মুক্তমঞ্চ কর্তৃক একাদশ সংসদ নির্বাচনে অনলাইন এক্টিভিস্টদের ভূমিকা শীর্ষক কর্মশালার সনদ গ্রহণ করলেন তৃণমুল পর্যায়ের সাংবাদিক এম এ হাশেম। চট্টগ্রাম জেলার দুর্গম এলাকার খ্যাত সাগরকণ্যা সন্দ্বীপ উপজেলা হতে তৃণমুল পর্যায়ে সাংবাদিকতার পেশায় দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ ১৮ (আঠার) বছর ধরে।


সাংবাদিকতার পাশাপাশি দ্বীপালো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন ১৯৯১ সাল হতে অধ্যবদী। এম এ হাশেম ১৯৮৯ সালে সন্দ্বীপে একমাত্র রেজিষ্ট্রার্ড মাসিক সোনালী সন্দ্বীপে দায়িত্ব পালন শুরু করেন, ২০০০ সালে জাতীয় দৈনিক মানবজমিন ও দৈনিক জনতা পত্রিকায় দায়িত্ব পালন করেন।

বর্তমানে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ও প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন’র সন্দ্বীপ প্রতিনিধি সহ ২০১১ হতে দৈনিক সাঙ্গু ও দৈনিক বর্তমানে দৈনিক ইনফো বাংলার দায়িত্ব পালন করে আসছেন।

সাংবাদিক এম এম হাশেম ২০০৯ সাল হতে সন্দ্বীপ প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক পদে দায়িত্ব পালন করছেন। গত কাল ০৯ ডিসেম্বর রবিবার বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে চিটাগাং উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজ লিমিটেড’র মোস্তারী মোরশেদ স্মৃতির সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালার মডারেটর’র দায়িত্ব পালন করেন, দৈনিক পূর্বদেশের আবু তাহের মুহাম্মদ।

কর্মশালা শেষে রাজনীতির মুক্তমঞ্চ’র প্রধান সমন্বয়ক কল্যাণ চক্রবর্তীর সঞ্চালনায় কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক ও ইতিহাস সমৃদ্ধ সারগর্ভ প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রুপালী ব্যাংক লিঃ’র পরিচালক আবু সুফিয়ান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন-চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন, দৈনিক আজাদীর অনলাইন নিউজ এডিটর প্রবীর বড়ুয়া, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের কাঞ্চন মহাজন, মোহনা টিভির চট্টগ্রামর ব্যুারোর ডিভিশনাল ডিপুটি চীফ আলী আহমেদ শাহিন, সিপ্লাস টিভির ও ই-পেপার ইনচার্জ’র চীফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক এডঃ জিনাত সোহানা চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহ-সম্পাদক কাঞ্চন মহাজন, বাগীশিক’র সাধারণ সম্পাদক ডাঃ অঞ্চন কুমার দাশ।

অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক এম এ হাশেম, সাংবাদিক নাছির উদ্দিন, সোহেল রানা, জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শতাধিক সাংবাদিকদের মধ্যে সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। 

# আব্দুল হান্নান হীরা