আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার, ০১:০৬ অপরাহ্ন
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮   |   sonalisandwip.com
চল সবাই-সুদূর অতীতে ফিরে যাই

প্রবাদ আছে- যায় দিন ভাল, আসে দিন খারাপ,
আসে দিন নিয়ে আসে- শোক, দুঃখ পরিতাপ।
আগে সন্দ্বীপের মানুষে মানুষে ছিল সম্পীতির ভাব,
এখন পরস্পরে দ্বিধা-দন্দ্ব, ¯েœহ-প্রীতির খুবই অভাব।

সন্ত্রাস আর চাঁদাবাজী কি? আগের দিনের লোকে
জানিতনা কিছু, কখনও শুনে নাই কোন লোকের মুখে।
এখন খুন, ধর্ষণ, গুমের ঘটনা ঘটছে অহরহ,
কার উপর কখন কি বিপদ আসে, দুঃশ্চিন্তা মুক্ত নহে কেহ।

সন্দ্বীপবাসী ছিল স্বাধীনচেতা, নিষ্কলুষ ছিল সবার মন,
এমন সুন্দর মন, কলুষিত হল কখন? তাই ভাবছি সর্বক্ষন।
একই বাড়ীতে বাস করতাম, দশ/বারটি পরিবার,
ছিলনা ঝগড়া-বিবাদ, সৌহার্দপূর্ণভাব ছিল চমৎকার।

একজন হাটে যেত-তিন চারজন টাকা দিত, বাজার আনার জন্য
খুশী চিত্তে এনে দিত- কখনও নাহি হ’ত, কোন মনোমালিন্য।
সব পরিবার চাষ করত, ঘরের সামনে থাকত ধানের পাড়া,
একক দিন একেক পরিবার ধান মাড়াইত বাড়ীর বাড়ীর সবাই দিত সাড়া।

সন্দ্বীপবাসীর দিন এভাবেই কাটত, কত আনন্দ উৎসবে,
বালক কালের আনন্দঘন দিনগুলি আর কি ফিরে পাব এভাবে?
কেহ গরু দিয়ে, কেহ গতর খেটে, করত সহায়তা দান,
একেক জনের একেক কাজ, মাঝে মধ্যে গাইত পল্লী-গান।

মায়েরা-মেয়েরা রাতভর শুধু বানাইত চিতল পিঠা,
পিঠার সাথে কেহ খেত মাছের ঝোল, কেহ, খেজুর মিঠা।
হেমন্তের চাঁদনী রাতের এ সুন্দর মধুর অনুষ্ঠান,
বাল্য-স্মৃতি জেগে ঊঠল, আনন্দে ভরে উঠল মন-প্রাণ।

সেইরাতে ছোট বড় কারও ঘুম আসেনি’ক চোখে,
ভোরেই কাজ শেষ, সবাই ঘরে ফিরে যেত হাসিমুখে।
এই অনাবিল আনন্দ, নিবির বন্ধন, পরস্পরের মমতা,
আমি সেই অতীতে ফিরে যেতে চাই, এ রিবেশ পাব যেথা।

শৈশব কৈশরের দিনগুলির কথা কেবলি মনে পড়ে মনে
অতীতে ছিল শান্তি, ছিলনা ভূল-ভ্রান্তি এক অন্যের সনে।
২য় পর্ব
ধান মাড়ায়ের পর পানিতে ভিজিয়ে দিত প্রায় ৩/৪ মন,
৮/১০ দিন পরে আসত ধান সিদ্ধ করার দিন ক্ষন।
কেহ পানি থেকে তুলে দিত, কেহ আনত কাঙ্খে করি, 
ধান সিদ্ধ করত উহা বড় এক ‘তাবা’তে ভরি।

সিদ্ধ করা ধান পাতলা করে উঠনে ছিটায়ে দিত,
দিনভর শুকাত ধান, তুলে এনে গোলায় ভরে রাখত।

বাড়ীর বিয়ে - শাদীর মত বড় কাজকে অন্যেরা মনে করত নিজের কাজ,
সহযোগিতায় এগিয়ে আসত, এরূপেই ছিল তৎকালীন সমাজ।
এখন’ত শিক্ষার হার অনেক বাড়া, বি.এ, এম.এ, ঘরে ঘরে
সাধনা চলছে শুধু-কিভাবে যারে আর একজনের উপরে।

খাদ্যে ভেজাল, ঔষধে ভেজাল, ভেজাল করে অমানুষ যারা,
সন্ত্রাসীরা বেপরোয়া, খুনীরাও পার পেয়ে যায়, গড্ফাদার দ্বারা
অতীতের জীবন ছিল স্বপ্নময়, রঙ্গীন, অতি সুমধুর,
এখন মমত্ববোধ, ভাতৃত্ববোধ, মানবতাবোধ, চলে গেছে অনেক দূর।

আমি বের হলাম সেই মমতাময়ী অতীতের সন্ধানে,
যদি খুঁজে পাই, আমার স্বতীর্থদের আমি নিয়ে যাব সেই খানে।

=======================================

# কে এম আজিজ উল্যা