আজ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার, ১২:৩১ পূর্বাহ্ন
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯   |   sonalisandwip.com
সন্দ্বীপের মগধরা-মাইটভাঙ্গা ফেরিঘাট সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন

বৃহত্তর চট্টগ্রাম জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন (চট্রগ্রাম ও কক্সবাজার জেলা) প্রকল্পের আওতায় আজ শুক্রবার মাঈটভাঙ্গা-মগধরা ফেরিঘাট রোড়ের পাকাকরণের কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।

এ সময় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মাঈন উদ্দিন মিশন, মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, মগধরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মগধরা ইউপি মেম্বার মিলাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ঠিকাদার প্রতিষ্টান মের্সাস গ্লোব এন্টারপ্রাইজের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য এ সড়কটি পাকারণের কাজ শেষ হলে ঐ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা অনেকাংশে লাগব হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হাসান জানান বর্ষার সময় এ রাস্তায় হাঁটু পানি জমে চলাচলে সীমাহীন কষ্ট করতে হয়। তাছাড়া রাস্তা মেরামত হলে মাঈটভাঙ্গা নৌ-ঘাট হয়তো আবার চালু হবে। এতে করে নৌ-পথের কষ্ট কমবে। , তিনি রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেয়ায় সাংসদ মাহফুজুর রহমান মিতা সহ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সাথে সাথে এটি নির্মাণের সময় উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় জনতাকে এর গুণগত মান নিশ্চিত করণে তধারকীর আহবান জানান।

# মহিউদ্দিন টিপু