আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ১১:২৭ অপরাহ্ন
বুধবার, ০২ ডিসেম্বর, ২০২০   |   sonalisandwip.com
নিরাশায় আশা

কাজী জিয়া উদ্দিন

মনস্তত্ত্বে একটি অদ্ভুত কিন্তু পরীক্ষিত থিউরি আছে। `james-lange theory" নামে পরিচিত এই থিউরিতে বলা আছে,“মানুষ যদি হাসার ভাণ করে অনেকক্ষণ হাসিমুখে থাকে, তাহলে নিজের অজান্তেই তার মনটি হাসি আনন্দে প্রোজ্জ্বল হয়ে উঠে। আবার সব সময় নিরাশ ও কাঁদো কাঁদো মুখ করে থাকলে এক সময় মনটা আপনা-আপনি বিষাদগ্রস্ত হয়ে উঠে।

আগামী বছরটি আমরা নিজেদের স্বচ্ছ ,শুভ, মানবিক ও সংশোধিত হওয়ার প্রতিজ্ঞা নয়, কেবলমাত্র নিবিড় ভাণ করার আন্তরিক চেষ্টা করি। তাতে হয়তো একটি পরিবর্তনের পাখা ঝাপটানো শুরু হতে পারে। অরুণোদয়ে ভোরের পাখিরা নতুন গান বাঁধতে পারে। স্বপ্নের মাঝে স্বপ্ন ভঙ্গ নয়, নতুন স্বপ্নের বুনন হতে পারে। মননের জাগরণ, বিবেকের অনুশীলন আমাদের কাঙ্খিত সুদিনের সুনীল আকাশে পৌঁছে দিতে পারে।

অগ্নিস্নানে শুচি হয়ে উঠতে পারে আমাদের যাপিত জীবন। বিশ্বাস্য ভঙ্গীতে অবিশ্বাস্য এই প্রত্যাশা। নির্ভার সপ্রতিভ কিছু স্বপ্নের শিহরণ।

# লেখক : অতিরিক্ত ডিআইজি