-কাজী জিয়া উদ্দিন
আমার অঙ্গ সর্প হয়ে
দংশে বেড়ায় আমারে
গায়ের শ্যমলা চর্ম দিয়ে
চটি বানায় চামারে
এমন জটিল মারনাস্ত্র
বানালো কোন কামারে।
আমার তোমার জীবন এখন
পাপে-শাপে বিদ্ধ
লক্ষ অজুহাতে সবি
নিপাতনে সিদ্ধ।
নেচে বেড়ায় ছলকে পড়া
বিমূর্ত এক উল্লাসে
কূলপ্লাবী সুর সুধা
গড়ায় কোন বিন্যাসে।
দিনের বেলায় সুশ্রীমুখে
মন ভোলানো হাসি
রাতে বেলায় বাজায় তারা
কুৎসিত এক বিষের বাঁশি।
ভাল ভাল তাদের বলি
সত্য শুভ শ্রেয়বোধে
বলছে যারা হিরন্ময়ী কথাকলি।
মন্দ মন্দ তাদের বলি
রাম-রহিমের জীবন নিয়ে
অষ্ট প্রহর খেলছে হোলি।
-----------------------------------------
কাজী জিয়া উদ্দিন ; অতিঃ ডিআইজি