আজ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার, ১২:৩৩ পূর্বাহ্ন
রবিবার, ১৫ আগস্ট, ২০২১   |   sonalisandwip.com
সন্দ্বীপে করোনায় কর্মহীনদের মাঝে আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের নগদ অর্থ ও চাউল বিতরন

ইলিয়াস কামাল বাবু

সন্দ্বীপে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক, আমেরিকা প্রবাসী আওয়ামীলীগ নেতা, সমাজ সেবক আবদুল কাদের মিয়ার উদ্যোগে নগদ অর্থ ও চাউল বিতরন করা হয়।

১৪ আগস্ট,শনিবার,সকাল সাড়ে টায়,সন্দ্বীপের পৌরসভাস্থ আবদুল কাদের মিয়ার বাসভবনে জাতীয় শোক দিবস, ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের আত্মার শান্ত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে করোনা কালীন কর্মহীন ২৮০ জন মানুষের মাঝে নগদ ১৫০০ টাকা করে ৪ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা, এ ছাড়া ৫০ জন দুস্থ নারী-পুরুষের মাঝে ১০ কেজি করে ৫০০ কেজি চাউল বিতরন করা হয়।

এ বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ এর কার্যকরী পরিষদ সদস্য এস এম আবদুল মান্নান, রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি কামরুল হাসান খান, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের সেক্রেটারী মো. জামসেদুর রহমান, দেলোয়ার হোসেন তারা, সাবেক ব্যাংকার মনোয়ার হোসেন মিনার প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বাউরিয়াস্থ রহমানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ শিহাবউদ্দিন।