আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০৪:৩৭ অপরাহ্ন
শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০২২   |   sonalisandwip.com
অপরিবর্তিত একাদশ নিয়েই শেষ আটের লড়াইয়ে নামছে ব্রাজিল

রিদওয়ানা রাহমান এর ডেস্ক রিপোর্ট : কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে গত আসরের রানার আপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিল। শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামবে দু'দল। নক আউট পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ব্রাজিল। অন্যদিকে নক আউট পর্বে টাইব্রেকারে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। বিশ্বকাপে এর আগে দুইবার একে অপরের মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ক্রোয়েশিয়া। দু'বারেই শেষ হাসি হেসেছিল সেলেসাওরা। প্রথম ২০০৬ বিশ্বকাপে তারা ক্রোয়েশিয়াদের হারিয়েছিল ১-০ গোলে। এরপর ২০১৪ বিশ্বকাপে সেলেসাওরা জয় পায় ৩-১ গোলের ব্যবধানে। তবে এই ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে আত্নবিশ্বাসী ক্রোয়েশিয়া। অন্যদিকে ক্রোয়েশিয়ান বাধা পেরোতে চায় ব্রাজিল। এই ম্যাচে ৪-৩-৩ ফরমেশন নিয়ে মাঠে নামছে ক্রোয়েশিয়া। অন্যদিকে ব্রাজিলও মাঠে নামছে ৪-৩-৩ ফরমেশন নিয়ে।ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, থিয়াগো সিলভা (অধিনায়ক), মার্কুইনহোস, এডার মিলিতাও, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, নেইমার, রিচার্লিসন, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র।
ক্রোয়েশিয়া একাদশ: ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), দেজান লাভরেন, বর্না সসা, জোস্কো গার্দিওল, জোসিপ জুরানোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মড্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামরিচ, মারিও প্যাসালিচ।