আজ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার, ১১:৩৬ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২   |   sonalisandwip.com
ব্যাংকে টাকা রাখা সবচেয়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত : ড, ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, চেয়ারম্যান, বাংলাদেশ কমার্স ব্যাংক

"ব্যাংকে টাকা রাখা সবচেয়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত" বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ হালিশহর, এ ব্লক উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে এ কথা বলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড, ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী।

গত ১৯ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি ই ও মোঃ তাজুল ইসলাম, ব্যাংকের উপ- ব্যাবস্থাপনা পরিচালক কাজী মোঃ রেজাউল করিম, ১১নং দক্ষিন কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোঃ ইসমাইল, হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটির সাধারন সম্পাদক নিজাম উদ্দিন ভুইয়া, সমাজ কল্যাণ পরিষদ এ ব্লকের সভাপতি অধ্যাপক মোঃ জসিম উদ্দিন।

বক্তারা গুজবে কান না দিয়ে ব্যাংকের মাধ্যমে লেন দেন এবং রেমিটেন্স পাঠানোর জন্য সবাইকে উৎসাহিত করার জন্য অনুরুধ জানান। ব্যাংকের শাখা প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ হানিফা এবং সেকেন্ডম্যান আইয়ুব সাদেক।

* মামুন আল রশিদ