আজ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার, ১১:৩৩ পূর্বাহ্ন
বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২   |   sonalisandwip.com
দ্বীপের তরণী :: এস এম জাকিরুল আলম মেহেদী

সাগর কন্যা সন্দ্বীপ প্রসবিনী সন্তান

বিশ্বজুড়ে ঘূর্ণন, শুধু আওয়াজ তোমার

এদিক সেদিক ছড়াছড়ি বহমান

তালিকা হলো দীর্ঘ সুশীল লেখক সূর্য সন্তান!

 

গর্ব অনুভবে চিহ্ন যুগলবন্দী তারকা গুলো

কখনো উদিত সূর্য আবার কখনো প্রশমিত আত্মা

আজীবন দ্বীপাঞ্চলের আত্মনিয়ন্ত্রণাধিকারের দাবি

উথিত হয়েছে রক্তরাঙা উপেক্ষিত জঙ্ঘা!

 

এখনো তীব্র গতিতে অপ্রতিরোধ্য কৃপাণ

চলছে চলে সমান তালে উজ্জীবিত মসী,

জেগে আছে রুদ্রদীপ টনটনে অশ্রু মেলে

ক্ষুরধার কলম তাদের চলবে চেতনায় অসী!

 

দিলাল থেকে রাজমোহন তার আগে আবু তোরাব

খেদিয়েছে পর্তুগীজ বনিক আরও মঘ ইংরেজ ব্রিটিশ

আরও ঝাড়ুপিটা খেয়ে পালিয়েছে পাক হানাদার

রণাঙ্গনের সাহসী যোদ্ধা রফিক খদ্দর সফিক!

 

মাতৃভাষা বাংলার দামাল ছেলের তেজোদৃপ্ত ক্ষুধা

দাঁড়িয়েছে অসীম সাহস আর পাহাড়সম উচ্চতায়,

ঝুঁকি নিয়ে আদায় করেছে মায়ের বুলি বাংলা

সেই বায়ান্নর সংগ্রাম আর স্লোগানে আওয়াজ তুঙ্গে চুড়ায়!

 

কোথায় হারিয়ে গেল আমাদের শিখা চিরন্তন বাতিগুলো

তোমরা এসে পথ দেখাও বর্ণিল মানুষের ক্রন্দন মুছে দিতে

খেই হারিয়ে দিশেহারা শকুনির রক্ত চক্ষের ভেলকিতে

ওবায়দুল হক, সাহেব মিয়া, মুস্তাফিজ এসো বজ্রহাতে!

 

দ্বীপের লাখ জনতা উপচে পড়ে রাজপথে অলি গলিতে

নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ যাঁরা নবীন প্রজন্ম হয়তো

নির্বুদ্ধিতায় হারিয়ে খুঁজে কূটকৌশলের দ্বারপ্রান্তে

মওদুদ কাদেরের ঘষামাজার ষড়যন্ত্রে!

 

এসো নতুন প্রজন্ম ভাইয়েরা ঘর ছেড়ে এসো

দ্বীপের গৌরব গাঁথা ইতিহাস গবেষণা করে দেখো

আমরা ছিলাম স্বাধীন দেশের মানুষ স্বনির্ভর,

বানিয়েছি জাহাজ, দ্বীপ ছিলো গৌরবের আতুরনিবাস!

 

কাব্যকাল ১৮/১২/২০২২.