আজ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার, ১২:১৫ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০৫ জানুয়ারী, ২০২৩   |   sonalisandwip.com
ড. মোহাম্মদ আমীন

 

১. মেট্রো-রেল কেবল নির্দিষ্ট মেট্রোপলিটন এলাকায় চলাচলের জন্য বিশেষভাবে নির্মিত। সাধারণ-রেল শহর থেকে উপ-শহর বা যে-কোনো দূরত্বে যাতায়াতের উপযোগী করে নির্মিত। মেট্রোরেলের চেয়ে অন্যান্য রেলগাড়িকে একযাত্রায় অধিক দূরত্ব অতিক্রম করতে হয়।

২. মেট্রো-রেলের পৃথক ট্র্যাক থাকে। এই ট্র্যাক অন্যান্য রেলগাড়ির সঙ্গে ভাগ করা হয় না। মেট্রোরেলের ট্র্যাকে কেবল মেট্রোরেলই চলে। অন্যান্য যাত্রী বা মালবাহী রেলগাড়ি বিভিন্ন ট্র্যাক বা রুটের সঙ্গে ভাগাভাগি করে চলে।

৩. সাধারণ-রেলে মেট্রোরেলের চেয়ে বেশি আসন ও অধিক সংখ্যক গাড়ি থাকে।

৪. মেট্রোরেল আন্ডারগ্রাউন্ড বা এলিভেটেড হতে পারে। তবে সাধারণ-রেল শুধু মাটিতে চলে।

৫. দূরত্ব বিবেচনায় সাধারণ-রেলের তুলনায় মেট্রোরেলের ভাড়া বেশি।

৬. মেট্রোরেলের আসা-যাওয়ার পৌনঃপুনিকতা সাধারণ-রেলের চেয়ে অনেক বেশি। মেট্রোরেল কয়েক মিনিট পর পর আসে। সাধারণ-রেলের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। মেট্রোরেলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না।

৭. মেট্রোরেলর যাত্রীরা স্বল্পদূরত্বের পথ অতিক্রম করে। তাই এখানে বড়ো আকারের লাগেজ রাখার সুবিধা নেই।

৮. মেট্রোরেলের দরজা থাকে গাড়ির মাঝখানে। অন্যদিকে, অন্যান্য রেলের দরজা থাকে এক পাশে। মেট্রোরেলের দরজা স্বয়ংক্রিয়। সাধারণ-রেলের দরজা স্বয়ংক্রিয় নাও হতে পারে।

৯. মেট্রোরেল প্রতিদিনের যাত্রীদের যাতায়াতের জন্য স্বল্পপাল্লার যান। এটাকে অল্প দূরত্বে গিয়ে থামতে হয়। তাই এর গতি সাধারণ-রেলের চেয়ে কম।

১০. মেট্রোরেলে যাত্রীরা স্বল্পক্ষণ অবস্থান করেন বলে মেট্রোরেলের সিট সাধারণ-রেলের চেয়ে কম আরামদায়ক।

১১. মেট্রোরেলের যন্ত্রাদি সাধারণ রেলের চেয়ে হালকা, তবে সুন্দর।

১২. স্টেশন ছাড়া অন্য কোনো পথ দিয়ে মেট্রোরেল বা লাইনে যাওয়া যায় না। সাধারণ-রেলে তা সম্ভব।

১৩. মেট্রোরেলে খাওয়ার ব্যবস্থা নেই। দূরপাল্লার রেলগাড়িতে খাওয়ার ব্যবস্থা থাকে।

১৪. যাত্রীরা স্বল্প দূরত্ব ভ্রমণ করেন। তাই মেট্রোরেলে শৌচাগার নেই। অন্যদিকে, সাধারণ-রেলে শৌচাগার থাকে।

১৫. মেট্রোরেলের বিন্যাসে বসার চেয়ে দাঁড়ানোর স্থান অধিক প্রসারিত। সাধারণ-রেলে দাঁড়িয়ে যাত্রা করার সুযোগ সীমিত এবং কষ্টকর।

১৬. মেট্রোরেলে একই পরিসরে যাত্রীধারণ ও যাত্রীর সংখ্যা দুটোই সাধারণ-রেলের চেয়ে বেশি হয়।