আজ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৯:০৩ পূর্বাহ্ন
শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩   |   sonalisandwip.com
৪০ দিন জামাতে নামাজ পড়ায় ৪০ শিশুকে সাইকেল ও কম্বল পুরস্কার

শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ দিতে চট্রগ্রাম জেলাধীন সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ৩নং ওয়ার্ড'স্থ হাজী ওয়াজ উদ্দীন (বদু মালাদার) জামে মসজিদের পক্ষথেকে ৪০ জনকে সাইকেল ও কম্বল পুরস্কার দেয়া হয়েছে। টানা ৪০ দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করায় ওই শিশু-কিশোররা এই পুরস্কার পেয়েছেন।

জানা গেছে, সম্প্রতি মসজিদ কমিটি ও এলাকাবাসীর তত্ত্বাবধানে ‘চলো মসজিদে যাই, ফজর নামাজে শরীক হই’ নামের এক বিশেষ প্রকল্প চালু করা হয়। ওই প্রকল্পের আওতায় ‘বাইসাইকেল ও কম্বল বিতরণ’ এর এই উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শিশুদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে স্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের লক্ষ্য ছিলো- শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং একত্ববাদ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে।