আজ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০৪:০৪ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ০৪ মে, ২০২৩   |   sonalisandwip.com
বিশ্বের অন্যান্য স্থানের মতো দ্বীপ উপজেলা সন্দ্বীপেও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ইলিয়াস কামাল বাবু :: "তথ্য জনগনের পণ্য" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য স্থানের মতো দ্বীপ উপজেলা সন্দ্বীপেও বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এ উপলক্ষে ৩ মে সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে এনাম নাহার হোটেল তাজ এর সেমিনার কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক ইলিয়াছ সুমন। সংগঠনের সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মেট্রোপলিটান সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও রেডিও টু ডে ' র ব্যুরো প্রধান সালেহ নোমান।

সভায় আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন- সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, মাসিক সজাগ সন্দ্বীপ পত্রিকার সম্পাদক প্রভাষক ফসিউল আলম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সেক্রেটারী আবুল কাশেম শিল্পী, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক নীলাঞ্জন বিদ্যুৎ, সন্দ্বীপ আহসান-জামীল টেকনিক্যাল সেন্টারের প্রধান কামরুল আহসান, নাট্যজন কামাল উদ্দিন তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন- মুক্ত সাংবাদিকতার কথা বলা হলেও সাংবাদিকতা পেশা আজ অত্যান্ত ঝুঁকিপূর্ণ। মুক্ত সাংবাদিকতার জন্য সাংবাদিকদের লিখার স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা রাস্ট্রকেই নিশ্চিত করতে হবে।

সভায় অনলাইন জাগ্রত টিভি'র চিফ এডমিন রিয়াদুল মামুন সোহাগ, জামাল আবদুল নাছির, সাইফুল ইসলাম,আবদুর রহমান ইমন,ফয়সাল আসির,নজরুল নাইম,আবদুল হামিদ প্রমুখ সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলো।