আজ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বুধবার, ০২:২৯ অপরাহ্ন
শনিবার, ০৬ মে, ২০২৩   |   sonalisandwip.com
--

করোনা মহামারি সংক্রান্ত বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (০৫ মে) সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস নিজেই এ ঘোষণা দিয়েছেন। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর মূল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বলেন, বড় আশা নিয়ে আমি করোনা মহামারি সংক্রান্ত বৈশ্বিক অবস্থার অবসান ঘোষণা করছি। প্রত্যাশা করছি, আমাদের সামনের দিনগুলো সুন্দর ও নিরাপদ হবে।

এর আগে এ বিষয়ে ১৫তম বৈঠকের কথা জানান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি বলেন, বৈঠকে মহামারি সংক্রান্ত বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণার সুপারিশ করা হয়। আমি সেই পরামর্শ গ্রহণ করেছি। তবে ডব্লিউএইচও‘র সিদ্ধান্তের অর্থ এই নয় যে বিপদ শেষ হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, করোনা ভাইরাসে মৃত্যুর হার ২০২১ সালের জানুয়ারিতে প্রতি সপ্তাহে এক লাখেরও বেশি ছিল। কিন্তু গত এপ্রিলে তা সাড়ে তিন হাজারে নেমে এসেছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, মহামারিতে অন্তত সাত লাখ মানুষ মারা গেছে। তবে প্রকৃত চিত্রটি সরকারি অনুমানের প্রায় তিনগুণ হতে পারে বলে ধারণা করছেন তিনি। সূত্র : বিবিসি