আজ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বুধবার, ০৩:৫৭ পূর্বাহ্ন
শনিবার, ০৬ মে, ২০২৩   |   sonalisandwip.com
--

 ইসলামী জ্ঞান  তথা কোরআন  হাদিস  শিক্ষায়  তাওহীদি জনতার ক্রমবর্ধমান  আগ্রহ সমাজ সংসারে  ইতিবাচক  পরিবর্তনের  শুভ সম্ভাবনা। এ' মহৎ উদ্দেশ্য  আজ ০৫/০৪/২০২৩ খ্রীঃ বিকেল চার ঘটিকায়  ভিত্তি প্রস্তর  স্থাপিত হলো  সন্দ্বীপস্থ ঐতিহ্য বাহী  মালেক মুন্সির বাজারের  উত্তর  পার্শ্বে  হাজী জহিরশা নুরানি  হিফয  মাদ্রাসা  ও এতিমখানা।

এ' উপলক্ষে  আয়োজিত  আলোচনা অনুষ্ঠানে  সভাপতিত্বকরেন  উদ্যোক্তা পরিবারের  সম্মানিত সদস্য   পূর্ব সন্দ্বীপ ইসলামিয়া মাদ্রাসার সুপার জনাব মাওলানা কাজী নিজাম উদ্দিন। সাম্প্রতিক  সময়ে  সমাজের  বৃহত্তর স্বার্থে  মাদ্রাসা  শিক্ষা  প্রতিষ্ঠানের গুরুত্বের উপর মূল্যবান বক্তব্য  উপস্থাপন  করেন  সর্বজনাব   মাওলানা  মোহাম্মদ   নজির  আহমদ,  অধ্যক্ষ কারামতিয়া ফাজিল  ডিগ্রি  মাদ্রাসা,    উপজেলা  কেন্দ্রীয়  জামেমসজিদের খতিব মাওলানা  মোহাম্মদ  খবিরুল ইসলাম,    সন্তোষপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা   এইচ,এম, হালিম উল্লাহ,   মুছাপুর বি,জেড, হাইস্কুলের হেড মাওলানা  মুহাম্মদ   আবু তাহের চেয়ারম্যান,   মাস্টার  সায়েদুল হক ফাউন্ডেশনের  সহ-সভাপতি  মাস্টার  মোঃ মাইনুদ্দিন,  সাধারণ   সম্পাদক   কবি ও সংগঠক কাজী শামসুল আহসান খোকন ,মাওলানা আজিজুর রহমান ও মাওলানা  মুহম্মদ  আবদুল  করিম সবশেষে  মানসম্পন্ন  আপ্যায়নের মাধ্যমে  অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।