ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি" (ঢাকা ক্যাম্পাস) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা গত ২০ মে, শনিবার, সন্ধ্যা ৬ টায় প্রতিষ্ঠাতা সদস্যদের আহ্বানে প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আজাহারুল ইসলাম মিথুন এর সভাপতিত্বে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন প্লাটিনাম ক্লাবে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে কমিটি করার প্রস্তাবে, আলোচনা-পর্যালোচনার পর উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিতে বিবিএ ডিপার্টমেন্টের মোঃআজাহারুল ইসলাম মিথুন সভাপতি ও সিএসই ডিপার্টমেন্টের এ এইচ এম রোকমুনুর জামান রনিকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি" (ঢাকা ক্যাম্পাস) অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অনন্যা সদস্যরা হলে, সহ সভাপতি, মাহাবুবুল ইসলাম খান সৌরভ (BBA), এডভোকেট মোজাহিদুল ইসলাম (LLB), ইঞ্জিনিয়ার মশিউর রহমান (EEE), ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ জোবায়ের (EEE), ফোরকান মোস্তফা (BBA), ও সৈয়দা সাবিয়া আরা (BBA)। যুগ্ম সম্পাদক, এডভোকেট ওমর ফারুক (LLB), তানভিরুল হক হিমেল (CSE) অর্থ সম্পাদক, আব্দুর রহিম (BBA), সহ অর্থ সম্পাদক, রিয়াজ হাসান রানা (BBA) সাংগঠনিক সম্পাদক- আব্দুল্লাহ আল মামুন (BBA), ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (EEE) দপ্তর সম্পাদক- আবদুল্লাহ আল নোমান (BBA), মহিলা বিষয়ক সম্পাদক শান্তা শারমিন (BBA), তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মোঃ মোজাহিদুল ইসলাম (CSE), আইন সম্পাদক- এডভোকেট নাজমুল হাসান (LLB), প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন তারুণ্য (LLB), মানব সম্পদ ও প্রশিক্ষণ সম্পাদক- মোঃ রাজ চৌধুরী (BBA),
কার্যনির্বাহী সদস্যবৃন্দ- নুর হোসেন ইমরান (BBA), তারেকুর রহমান (BBA), গিয়াস উদ্দিন আকাশ (BBA), এমরান হোসেন (ALL), তরিকুল ইসলাম (BBA), ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান শামিম (EEE), সাইফুর রহমান (BBA), আশিক আহমেদ (MBA), মাসুদ রানা (BBA)। এছাড়াও সম্মানিত শিক্ষক ও সিনিয়র অ্যালামনাইদের সমন্বয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা ও সিনিয়র অ্যালামনাই বিবিএ ডিপার্টমেন্টের জুয়েল রেজওয়ানি মিয়া দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।