বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর অধীনে স্পেকট্রাম মনিটরিং বিভাগ কর্তৃক আয়োজিত “এ্যামেচার রেডিও লাইসেন্স প্রাপ্তি পরীক্ষা ২০২৩”-এ সফলতার সাথে উত্তীর্ণ হওয়ায় বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (০৩/০৭/২০২৩) বিকেলে চট্টগ্রামের শোলকবহরে যৌথভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- চট্টগ্রাম জেলা শাখা, বাকলিয়া থানা শাখা এবং দূরবীন মিডিয়া ফাউন্ডেশন, চট্টগ্রাম। কেন্দ্রীয় ক্লাবের মহাসচিব ও রাউজান প্রেসক্লাবের সদস্য নুর মোহাম্মদ এর পরিচালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সম্পাদক ও দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদ হায়দার জীবন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- চট্টগ্রাম বাকলিয়া থানা শাখার সভাপতি রহমত উল্ল্যাহ, চট্টগ্রাম জেলা শাখার সদস্য মো. মোবারক হোসেন ভূঁইয়া, লায়ন মো. সোহেল রানা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম অঞ্চলের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উৎপল কান্তি দাশ।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইভিপি কে এম কামরুল আহসান, বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রামের শিক্ষক মো. আওরঙ্গজেব, মো. আব্দুল জাব্বার, মো. রবিন, খালেদ মাহমুদ, মো. রাসেল, মো. হেলাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি দিদারুল ইকবালকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয় এবং শেষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- বাকলিয়া থানা শাখা এবং দূরবীন মিডিয়া ফাউন্ডেশন, চট্টগ্রামের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি দিদারুল ইকবাল এ্যামেচার বা হ্যাম রেডিও কি এবং এর কাজ কী? যে কোন দুর্যোগে এ্যামেচাররা কিভাবে কাজ করে এবং কিভাবে এর লাইসেন্স পেতে হয় এসব বিষয়ে তার বক্তব্যে তুলে ধরেন। এছাড়া সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ পৃথিবীব্যাপী কিভাবে বেতারের প্রচার-প্রসার-গণসচেতনতাবৃদ্ধিতে কাজ করে যাচ্ছে তাও তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা, বর্তমান বাংলাদেশ বেতারের কার্যক্রম, আন্তর্জাতিক বেতার বিশেষ করে চীন আন্তর্জাতিক বেতার, বিবিসি, ভয়েস অব আমেরিকা, ডয়চে ভেলে, রেডিও রাশিয়া, রেডিও জাপান, রেডিও ভেরিতাস এশিয়া, ভয়েস অব ইন্দোনেশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, রেডিও রোমানিয়া, রেডিও চেক রিপাবলিক, রেডিও তেহরান সহ ইত্যাদি বেতার শ্রোতাদের নিয়ে কীধরনের অনুষ্ঠান পরিবেশন করে থাকে তা নিয়ে কথা বলেন এবং আগামীতে চট্টগ্রামে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সাংগঠনিক ভাবে আরো কিভাবে এগিয়ে যেতে পারে তা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সফল ভাবে সমাপ্ত করায় ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া এবং ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।