সোনালী সন্দ্বীপ প্রতিবেদক ::
ন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই) এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশস্থ জাতীয় শ্রোতা সংগঠন ‘ভয়েস অব ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশ (ভিওআই-এফসিবি)’। ১৯৪৫ সালের ১১ সেপ্টেম্বর আব্দুর রহমান সালেহ (চিকিৎসক) এবং মোহাম্মদ জুসুয়েফ রনোদিপুরো বা মুহাম্মদ ইউছুফ রনোদিপুরো আরআরআই প্রতিষ্ঠা করেন। ইন্দোনেশিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় আরআরআই গুরুত্বপর্ণ ভূমিকা রাখে।
শনিবার (১৬/০৯/২০২৩) বিকেলে সিলেট শাহপরান বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় আরআরআই-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিওআই ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিতে পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ভিওআই ফ্যান ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা ড. মির শাহ আলম। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় প্রধান অতিথি ড. মির শাহ আলম তার বক্তব্যে বলেন, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া বিশ্বের একটি শক্তিশালী গণমাধ্যম। ইন্দোনেশিয়া সহ বিশ্বের অনেক দেশে এই বেতারের ব্যাপক গ্রহণযোগ্যতা আছে। বাংলাদেশে শ্রোতাদের কাছে বিদেশী বেতারের প্রচুর চাহিদা রয়েছে তাই তাদের কথা বিবেচনা করে এবং মাঠ পর্যায়ে জরিপ করে ইন্দোনেশিয়া থেকে বাংলা অনুষ্ঠান সম্প্রচার করা যেতে পারে। অনুষ্ঠানের সভাপতি দিদারুল ইকবাল বলেন, আমরা ২০১২ সাল থেকে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া এবং ভয়েস অব ইন্দোনেশিয়া সহ বাংলাদেশস্থ ইন্দোনেশিয়ান দূতাবাস কর্তৃপক্ষের কাছে বার বার তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি যাতে ভিওআই থেকে বাংলা অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়। যাতে আমরা ভিওআই এর মাধ্যমে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মজবুত করতে পারি এবং এদেশের সাধারণ মানুষ ইন্দোনেশিয়া সম্পর্কে ভালো ভাবে বাংলায় জানতে পারে।
আরআরআই-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ভিওআই ফ্যান ক্লাব অব বাংলাদেশের সদস্যদের উদ্দেশ্যে একটি ভিডিও শুভেচ্ছা বার্তা পাঠান ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই)-এর পরিচালক সোলেমান ইউছুফ। অনুষ্ঠানে সেই ভিডিও বার্তা প্রদর্শন করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত সকলে কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মিলিত ভাবে আরআরআই, ভিওআই এর দীর্ঘ সাফল্য কামনা করেন এবং সেই বেতারের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মী এবং ইন্দোনেশিয়ান নাগরিকদের প্রতি শুভকামনা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, ভিওআই ফ্যান ক্লাব অব বাংলাদেশের সাংস্কৃতিক সম্পাদক তাছলিমা আক্তার লিমা, সদস্য লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ সিলেট শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমান, কার্যনির্বাহী সদস্য মাশরাফি বিন মালিক, নার্গিস জাহান ইমা, নওশাদ বিন হেলাল, ইশরাকা অজিহা রাকা, ফাইজা তাবাসসুম (কনক), মাহফুজুর রহমান, মাহমুদুর রহমান, রাইসা তাবাস্সুম ঝারা, ফুজায়েল আহমদ চৌধুরী, মুনতাহা আক্তার চৌধুরী প্রমুখ।