ইলিয়াস কামাল বাবু :: শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় এলে দারিদ্রতা যাদুঘরে যাবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু:স্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাতে দেশে দারিদ্রতার হার অনেকাংশে কমে গেছে।
চট্টগ্রামের সন্দ্বীপে রহমতপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত সুবিধাভোগীদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এসব কথা বলেন।
শনিবার সকালে রহমতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা।
স্থানীয় ইউপি সদস্য আকবর হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ যুগ্ম সাধারন সম্পাদক সাহেদ সারোয়ার শামীম, হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দীন প্রমূখ।
।