‘২৫ শে উচ্ছ্বাস লাল সবুজে বিশ্বাস’ শ্লোগানে বর্ণিল আয়োজনে সন্দ্বীপে চ্যানেল আই এর ২৫তম জন্মদিন উদযাপিত করা হয়েছে।
আনন্দ র্যালী, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে চ্যানেল আইয়ের ২৫ বছর বর্ষপূর্তির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খিসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুদ্দিন মিশন, সন্দ্বীপ পৌরসভার মেয়র মুক্তাদির মাওলা সেলিম, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।