আজ শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩ || ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ শনিবার, ০৮:১৫ অপরাহ্ন
রবিবার, ০১ অক্টোবর, ২০২৩   |   sonalisandwip.com
ডেলটা টাইমস পত্রিকার ৫ম বছরে পদার্পনে কেক কাটা অনুষ্ঠান আয়োজন

ইলিয়াস কামাল বাবু :: "সবার সাথে সব সময়" এই শ্লোগান কে সামনে রেখে সন্দ্বীপে দৈনিক ডেলটা টাইমস পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

এ উপলক্ষে ১ অক্টোবর, বিকেল ৩ টায় পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার আহবায়ক ইলিয়াছ সুমনের উদ্যোগে সন্দ্বীপ এনাম নাহার মোড়স্থ তাজ হোটেলের কনফারেন্স রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিক ইলিয়াছ সুমনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মানস বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, আজিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহবায়ক কাজী শামসুল আহসান খোকন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, এনাম নাহার ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি বাদল রায় স্বাধীন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার যুগ্ম আহবায়ক চারু মিল্লাত, কমিউনিটি হেলথ প্রোভাইডর সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার।

অতিথিরা বলেন- দৈনিক ডেলটা টাইমস পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন সন্দ্বীপের সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন,ইতোমধ্যে সন্দ্বীপের সমস্যা নিয়ে প্রকাশিত তার বেশ কয়েকটি রিপোর্টিং চোখে পড়ার মতো ছিলো।

পরে অতিথিরা কেক কেটে দৈনিক ডেলটা টাইমস পত্রিকার ৫ম বছরে পদার্পন উদযাপন করেন।