আজ শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩ || ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ শনিবার, ০৯:২৭ অপরাহ্ন
মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩   |   sonalisandwip.com
কাজী মুসলেহ উদ্দিন জাকি

কর্ম

এক ছিল অফিসার

কদাকার ভুড়ী তার

ভাবতো সে নিজেকে

ছোট খাটো অবতার ।

মাইনের টাকাটা

ছিলোনাত মুখ্য,

এক সই এ কামাত,

কম হলে লক্ষ ।

বাড়ী গাড়ী সবছিল

সোনা দিয়ে মোড়ানো,

তার বড় শখ ছিল

টাকা কড়ী উড়ান ।

দম্ভেতে পড়তোনা

পা তার মাটিতে,

তবে ঠিকই পারত

উপরওয়ালা চাটিতে।

সন্তান সন্ততি

সব ছিল বিদেশে,

চাষা ভুষা মিসকিন

থাকে শুধু এ দেশে ।

এসব পুরনো কথা

বলে আর কী হবে,

বৃদ্ধাশ্রমে বসে

কাঁদে সে নিরবে।

পা তার এখনো

পড়ে না তো মাটিতে,

হুইল চেয়ারে থাকে

পারে না তো হাঁটিতে।

প্রবাদ

যেখানে বাঘের ভয়

সেই খানে রাত হয়,

বাংলা প্রবাদ টা

একটুও মিছে নয় !

অফিসে মিটিং যদি

থাকে সাড়ে নয়টায়,

পৌঁছাবে তুমি দেখো

ঠিক সাড়ে দশটায়।

যদি ভুলে রেখে আসো

ড্রাইভিং লাইসেন্স,

সেই দিনই গাড়ী খানা

থামাবেন সারজেন্ট।

মাস শেষে টাকা যদি

থাকে দুশ পকেটে,

মেহমান বলবেন

আসছি যে বেড়াতে ।

মেদ ভুরি কমাবে,

শুরু কর ডায়েটিং

ডিনারে দাওয়াত পাবে

নিশ্চিত প্রতিদিন।

বাংল প্রবাদ গুলো

সত্যি চমৎকার

নতুন প্রজন্মের

জানাটা দরকার ।

আমার দেশ

অর্ণব ঊর্মিতে

মীন করে খেলা

আষাঢ়ের গগনেতে

অভ্রের ভেলা,

অহ নিশ কাটে দেখে

রূপের এই মেলা ।

দিঘীর ওই কাল জলে

ফোটে অরবিন্দ

সমিরন দিয়ে যায়

অনাবিল ছন্দ ,

আমার এই দেশটা

নয় তো মন্দ ।

তবু কেনো এত ক্ষুধা

এত নিরানন্দ?

সব ধন লুটে নেয়

লোভী আর ভণ্ড ।।

ছড়াকার পরিচিতি: সন্দ্বীপের সন্তান, এ ভিপি ,ইউসিবিএল ।