আজ শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩ || ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ শনিবার, ০৮:২৩ অপরাহ্ন
মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩   |   sonalisandwip.com
শিশুর হাসির সেপ্টেম্বর মাসের সেবা সম্পন্ন

জাতীয় সেবা সংগঠন, শিশুর হাসি সামাজিক সংস্থা কতৃক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে সংস্থার নিয়মিত প্রকল্প জন্মগত ঠোঁট কাঁটা- তালুকাটা, রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে সার্জারী সহ সমন্বিত সেবা কর্মসূচি আন্তর্জাতিক সেবা সংস্থা স্মাইল ট্রেন এর সহযোগিতায় সম্প্রতি সম্পন্ন হয়।

স্মাইল ট্রেন এর ব্যবস্থাপক সাফাত খানের সার্বিক তত্ত্বাবধানে ও শিশুর হাসি সামাজিক সংস্থার চট্টগ্রাম শাখা সমন্বয়ক এম-ই ইলাহী আরাফাতের পরিচালনায় সেবা কর্মসূচিতে অতিথি ছিলেন লায়ন্স ক্লাব সীতাকুণ্ডের সদস্য সচিব লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, মা ও শিশু হাসপাতালের কর্মকর্তা মঞ্জুর আলম জিকু, শিশুর হাসির প্রধান নির্বাহী মোশাররফ হোসাইন, দিশারী যুব ফাউন্ডেশনের নগর সমন্বয়ক একে রুবেল, সমাজকর্মী আবু জাফর, ইবনে সিনা চট্টগ্রামের আজহারুল ইসলাম, সীতাকুণ্ড রিপোটার্স ক্লাবের মামুনুর রশিদ মাহিন, প্রভাতফেরী চট্টগ্রামের হাসান কবিরাজ, লায়ন মশিউর রহমান মাহী,, দিশারীয়ান ইকবাল নিজামী, জাকির হোসেন আসিফ, শিশু সংগঠক ইয়াসীন খায়ের, চাইল্ড ড্রিম সমন্বয়ক আকরাম খান, দিশারীয়ান -রাকীব- আহমেদ ওয়াই এসবির মাহফুজুর জিসান, লিও ফুয়াদ, সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।

মাসব্যাপী বিনামূল্য সার্জারি ঔষধ ও উপহার প্রদান কার্যক্রমে স্মাইল ট্রেন আর্থিক সহযোগিতা করায় অতিথিগন ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ঠোঁটকাটা তালুকাটা প্রকল্প সহ স্মাইল ট্রেনের সেবা কর্মসূচিতে সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন।