আবদুল হান্নান হীরা :: নদী, সাগর, পাহাড় ঘেরা প্রাকৃতিক লীলাভূমি চট্টগ্রাম বিশ্বজুড়ে পরিচিত। পর্যটন শিল্পের বিকাশের কারণে প্রতিদিনই পৃথিবীর বিভিন্ন দেশে পর্যটন প্রেমীরা চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়। কালের বিবর্তনে ও অপরিকল্পিত নগরায়ণে এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য আগের সেই প্রাকৃতিক পরিবেশ আর নেই। কিছু কিছু এলাকায় প্রভাবশালী মহল কর্তৃক পাহাড় কেটে জলাশয় ভরাট ও নদী দখল করে প্রাকৃতিক পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করছে বলে পরিবেশ আজ হুমকির মুখে। পরিবেশ বিনষ্টকারীরা দেশ ও জাতির শত্রু, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মহলকে দায়িত্ব নিয়ে এগিয়ে এসে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। পাশাপাশি মানব সেবায় এবাদত হিসেবে গণ্য, তাই মানবকল্যাণে আত্ম মানবতার সেবায় নানা কর্মসূচির মাধ্যমে ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়।
নগরীর আগ্রাবাদস্থ একটি হোটেলের সেমিনার হলে সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির উপদেষ্টাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা এ আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির .সভাপতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ ফারুক আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল মান্নান। সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মুহাম্মদ লুৎফুর রহমান, সোহেল আখতার খান, মোঃ রিয়াজ উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি ইনাম এলাহী, সহ-সভাপতি এডভোকেট মোবারক হোসেন রিমু, সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মামুনুর রসীদ মামুন, সহ-সাধারন সম্পাদক হাফিজা হেলাল বেবী, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, অর্থ সম্পাদক মোমিনুল হক খোকন, সহ-দপ্তর হারুনুর রশীদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সারমিন ইয়াসমিন নিশু, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম বাচ্চু ও সদস্য মোহাম্মদ মোস্তফা, ইঞ্জিনিয়ার লোকমান, ইঞ্জিনিয়ার মাজেদ, জান্নাত, আবদুল করিম প্রমুখ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান সমাজ সেবায় ওবাট হেলল্পার্স’র ম্যানেজার সোহেল আখতার খান।
শিল্প উদ্যোক্তা আব্দুল ওয়াজেদ সোহেল, আব্দুল হান্নান ও ব্যাংকিং খাতে বিশেষ অবদান রাখায় কমিউনিটি ব্যাংকার মোঃ রিয়াজ উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক প্রিয়াঙ্কা দত্ত। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়ার পাঠ করেন মোঃ দেলোয়ার হোসেন।