বিএনপি জামায়াতের নৈরাজ্য ও ধ্বংশাত্বক রাজনীতির
বিরুদ্ধে যুবলীগের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে
আবদুল হান্নান হীরা ::
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছ চৌধুরী রাজনের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ...প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়ার্ডের কৈব্যধাম আবাসিক এলাকা হতে এক আনন্দ মিছিল শুরু হয়ে সি-ব্লক, সেভেন মার্কেট, জসিম মার্কেট, বঙ্গবন্ধু চত্ত্বর হয়ে ৯নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যলয় এসে সমাপ্তি হয়।
ওয়ার্ডের কর্মসূচী শেষে মহানগর আওয়ামী যুবলীগের ইন্টারন্যাশনার কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে শতাদিক নেতাকর্মী নিয়ে যোগদান করেন।
আনন্দ মিছিল পূর্ববর্তী সভায় আনিছ চৌধুরী রাজন বলেন গত ১৫ বছর ধরে বর্তমান সরকারের উন্নয়নের সাফল্য যখন সারা দেশের মানুষ সুবিধা ভোগ করছে ঠিক তখনই বিএনপি জামায়াত আবারো ধ্বংশাত্বক রাজনীতি শুরু করেছে। কথায় কথায় হরতাল-অবরোধ দিয়ে সাধারণ জনগণকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে এই জনগনই একদিন এই সব হরতাল-অবরোধের বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে মাঠে নামবে।
বিএনপি জামাতের নৈরাজ্য সৃষ্টি রুখে দিতে বাংলাদেশের তরুণ যুব সমাজ তথা যুবলীগের প্রতিটি নেতাকর্মী রাজপথে থাকবে এবং মোকাবেলা করবে।
এসময় আরও বক্তব্য রাখেন মোঃ মাহবুবুল আলম, মোঃ বেলাল, মোঃ জাবেদ, আবু ছুফিয়ান মাহমুদ, মোঃ জাফর ইকবাল শিপন, মোঃ নোমান আল রুমন, মোঃ মাহবুব আলম বাবু, আমির হোসেন, আরমান হোসেন সুজন, মোঃ হাসান, আহমদ উল্লাহ মিঠু, আরিফ খান জয়, মোঃ অভি খান, নুরুল ইসলাম পাপ্পু, মোঃ আরাফাত, মোঃ মহসিন, জনি, মোঃ সুমন, সাইফুল প্রমুখ।
সংক্ষিপ্ত সভা শেষে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন রোড প্রদক্ষিণ শেষে মহানগর যুবলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করার মাধ্যমে মোটর শোভাযাত্রা সমাপ্তি করা হয়।
।