আজ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০৩:৪৪ অপরাহ্ন
শনিবার, ০৯ জুন, ২০১৮   |   sonalisandwip.com
মরহুম এস.এম বোরহান, সাথে লেখক

। । . নিগার হারুন পাপপু । ।
 

"‌এই দ‌মের মালা ছিঁড়‌তে পা‌রে যখন তখন তাই
‌নি:শ্বা‌সের বিশ্বাস ধরায় এক‌ বিন্দ‌ু নাই..."(গুরু‌দেব)

অামরা ছোট‌বেলায় এমন অ‌নেক‌কে ভাই ডাকতাম যাঁরা অাস‌লে কাকা হন। কি এক অদ্ভুত খেয়া‌লে অামরা বড়মা‌কে দাদী ডাকতাম। অাব্বা অাম্মা যা‌কে যা ডাক‌তেন, অামরাও তাই ডাকতাম। অামা‌দের‌কে শুধ‌রে দেয়ার প‌রেও অামরা ভু‌লে যেতাম। যেমন বড়মা মারা যাওয়ার অা‌গেও অামরা উনা‌কে দাদী ডাকতাম, তি‌নিও সে ডা‌কে সাড়া দি‌তেন। পা‌শের বা‌ড়ির এক ম‌হিলা‌কে অাব্বারা বেয়ান ডাক‌তেন, অামরাও তাই ডাকতাম।

‌তেম‌নি একজন হ‌লেন, বোরহান ভাই। সন্দ্বী‌পে তি‌নি এস.এম বোরহান না‌মে প‌রি‌চিত। অাব্বারা উনা‌কে ভাই ডাক‌তেন। অামরাও তখন তা ডাকতাম। বড় হওয়ার প‌রে উনার অসাক্ষা‌তে ঠিকই ভাই ডে‌কে‌ছি কিন্তু সাম‌নে এলে কাকা স‌ম্বোধন কর‌তাম।

‌তি‌নি অাব্বার গুরুভাই। সেই সুবা‌দে প্রায় অামা‌দের বা‌ড়ি‌তে অাস‌তেন। অাওয়ামীলী‌গের দু‌র্দি‌নের প‌রিক্ষিত নেতা। একাধা‌রে তি‌নি রাজনী‌তি‌তে যেমন স‌ক্রিয় তেম‌নি সমাজ‌সেবামূলক কর্মকা‌ন্ডেও জ‌ড়িত ছি‌লেন। অাবার এটাওটা টুকটাক ইনকাম রি‌লে‌টেড কাজও কর‌তেন। প‌কেট ভ‌র্তি থাক‌তো। অার এই টাকার সিংহভাগ যে‌তো কর্মী‌দের পে‌টে। খাওয়া‌তে পছন্দ কর‌তেন। সবসময় হা‌সিমু‌খ থাক‌তেন। পোশাক অাশা‌কে রু‌চিশীল। দেখ‌তেও ভা‌লো ছি‌লেন। ব্যবহারও তাই।

‌রাজনী‌তি‌কে উপার্জন কিংবা অা‌ধিপত্য বিস্তা‌রের উপায় হি‌সে‌বে নেন‌নি। সংসারমুখী ছি‌লেন না। বি‌য়ে নি‌য়ে ভাব‌তেন না। এদি‌কে বয়সও অ‌নেক হ‌য়ে‌ছি‌লো। এ নি‌য়ে অাব্বার কা‌ছে উনার প‌রিবা‌রের অ‌নে‌কে অ‌ভি‌যোগ কর‌লো। অাব্বা‌কে অনু‌রোধ করলো তাঁ‌কে যেন তি‌নি একটু বোঝান।

অাব্বা এক‌দিন তাঁ‌কে ডে‌কে নি‌য়ে বল‌লেন, অামা‌দের দ‌ক্ষিণ বা‌ড়ি‌তে কিছু জায়গা বি‌ক্রি হ‌বে। অাপনা‌কে তা কিন‌তে হ‌বে। তি‌নি পাশ কাট‌তে চাই‌লেও তখনকার বাজারদরে প্রায় চ‌ল্লিশ শতক জায়গা অাব্বা তাঁর না‌মে কি‌নে নেন।

তারপর তাঁর গুরুর নি‌র্দে‌শে তি‌নি বি‌য়েও ক‌রেন। দীর্ঘ‌দিন তি‌নি জনপ্র‌তি‌নি‌ধি রূ‌পে ইউনিয়ন প‌রিষ‌দে ভূ‌মিকা রে‌খে‌ছেন। প‌রবর্তী‌তে তাঁর স্ত্রীও জনপ্র‌তি‌নি‌ধি নি‌র্বা‌চিত হন। তাঁ‌দের ঘর অা‌লো ক‌রে অা‌ছে তিনটা ছে‌লে মে‌য়ে।

অাজ‌কে (৫ জুন ২০১৮) সকা‌লে তি‌নি পরপা‌রের ডা‌কে চ‌লে গে‌ছেন। রাজনী‌তির এই দু‌র্দি‌নে অন্য‌দের যখন টাকার গঙ্গা‌স্ত্রোত বই‌ছে তখন ম‌নে হয় তি‌নি অাব্বা কর্তৃক কি‌নি‌য়ে দেয়া ঐ জায়গাটুকু ছাড়া অার কিছুই রে‌খে যে‌তে পা‌রেন‌নি।

‌নেতৃত্ব সংকট তো প্রকট। তার ম‌ধ্যে অাবার নিভু নিভু ক‌রে অাশার বা‌তি হ‌য়ে যারা জ্বল‌ছি‌লো তারাও একে একে চ‌লে যা‌চ্ছে। দেখা যাক, অামা‌দের জন্য কি অ‌পেক্ষা কর‌ছে।

কাকু, অাপ‌নি শা‌ন্তি‌তে থাক‌বেন--এ‌তে অা‌মি নি‌শ্চিৎ।

-
০৫ জুন ২০১৮ খ্রীঃ