আজ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার, ১২:০৩ অপরাহ্ন
বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮   |   sonalisandwip.com
শাশ্বত ঈদ 

 

। । . মাইনুল আমিন । ।  


প্রতিদিন ঈদ আসে- প্রতি ঘরে ঘরে 
হাসি আর আনন্দের উপলক্ষ্য ধরে 
প্রতিমাসে বসৎরজুড়ে জন্ম-মৃত্যু বিবাহের দিনে- 
ঈদ আসে বাঙালির ঘরে- 
পুজো ও পার্বণ উপলক্ষ্য কিনে |

মুসলমানের এক আল্লাহরই গৃহ- 
প্রতিদিন পাঁচবার করে ক্কাবাঘর 
হিন্দুর অসংখ্য দেব-দেবীর আসরে অগ্নিবাসর |

বৌদ্ধের বৃক্ষ ও মানব 
খ্রিষ্টানে যিশুর ক্রুশ-ক্রেস্ট 
ইহুদির ঐশী শিলা প্রতিদিন 
আর সকলেই- চন্দ্র সুর্য গ্রহ অগ্নি জলে অমলিন |

প্রতিদিন ঈদ আসে আমাদের ঘরে- 
দোকানির-কেরানীর-বাদশাহ-মন্ত্রীর- 
সান্ত্রীর-তন্ত্রীর করে 
শ্রমিক মজুর চাষা-চামারের ঘরে ঘরে |

একেকটি ঈদ আসে- আমাদের আশার প্রদীপে 
অনাবিল আনন্দের উপলক্ষ্য ধরে | 
প্রত্যেকেই প্রতীকে এক ঈশ্বরে মঙ্গল দীপ জ্বালে- 
তুষ্টিলাভ অদৃষ্টের কালে |

একই করুণা ধারায় পবিত্র বিশ্বাসে 
এক রবি শশী আকাশ মাটির নির্যাসে 
সবখানেই লক্ষ্যটি যে অভিন্ন আনন্দ- 
তা কেন বা ধর্ম বর্ণে ভিন্ন ভিন্ন রবে 
নবান্ন ও নববর্ষে পূজা ও পার্বণে 
মিলনের প্রাণে এক ঈদ তবে হবে |