আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ১২:১২ পূর্বাহ্ন
বুধবার, ১৮ জুলাই, ২০১৮   |   sonalisandwip.com
সন্দ্বীপ উপজেলার উত্তর পূর্ব মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ

"সবুজের কাছেই আমার ঋণ"...গণপ্রজাতণ্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী- শেখ হাসিনা।

 

 

অদ্য ১৮ জুলাই,২০১৮ "বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০১৮" এবং "জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০১৮" উপলক্ষে- মহান "মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের" স্মরণে সারা দেশে একযোগে সকাল ১১টায় ৩০ লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে।

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে একযোগে ৩০ লক্ষাধিক বৃক্ষের চারা রোপন এ বছরই ইতিহাস সৃষ্টি করল।

এ উপলক্ষে-

সন্দ্বীপ উপজেলার উত্তর পূর্ব মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে-সকল শিক্ষক,শিক্ষার্থী,এসএমসি, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে, বৃক্ষরোপণ করা হলো। ।

 

উল্লেখ্য, এই মহতী ও ঐতিহাসিক বৃক্ষরোপণ অভিযান সফল করার লক্ষ্যে- মাননীয় প্রধান মণ্ত্রীর নির্দেশক্রমে বাংলাদেশের সকল উপজেলাস্হ সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে উপজেলা ফরেস্ট রেন্জ থেকে প্রাথমিক বিদ্যালয় সমুহকে (৫থেকে ১৫টি) মাধ্যমিক পর্যায়ে (১০০ থেকে ২০০টি) চারাগাছ বিনামূল্যে সংগ্রহ করা হয়েছে।