আজ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০৪:৫২ পূর্বাহ্ন
সোমবার, ৩০ জুলাই, ২০১৮   |   sonalisandwip.com
অধ্যাপক ড. রাজীব হুমায়ুন- এর প্রথম মৃত্যুবার্ষিকীতে ঢাবিতে স্মরণ সভা

রমিজ রাজ :: সন্দ্বীপের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. রাজীব হুমায়ুন- এর প্রথম মৃত্যুবার্ষিকীতে এক স্মরণ সভা আজ ৩০ জুলাই সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় ।  

স্মরণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সালমা নাসরীন।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অনারারী প্রফেসর ড. আবুল কালাম মনজুর মোরশেদ।
বিশেষ অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, বিশিষ্ট ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. মনিরুজ্জামান, মরহুম অধ্যাপক ড. রাজীব হুমায়ুন এর সহধর্মীনী জাকিয়া সুলতানা ।
আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমীন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, টেলিভিশন ব্যক্তিত্ব খ. ম. হারুন।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রফেসর ড. আকতার হোসাইন, অধ্যাপক হান্নানা বেগম ও অধ্যাপক হোসনে আরা আজাদ।