আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০৩:২৩ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০৪ অক্টোবর, ২০১৮   |   sonalisandwip.com
সোনালী সন্দ্বীপ প্রতিবেদক :: অদ্য ৪ অক্টোবর

সন্দ্বীপের হুমায়ুন কবির তালুকদার একাডেমিতে আলহাজ হারুন রাজাকে প্রাণঢালা অভিনন্দন।

সোনালী সন্দ্বীপ প্রতিবেদক :: অদ্য ৪ অক্টোবর  বৃহস্পতিবার সন্দ্বীপ পৌরসভাধীন হুমায়ুন কবির তালুকদার একাডেমিতে লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যাক্তিত্ব ও সমাজসেবক আলহাজ হারুন রাজাকে সংবর্ধনা দেয়া হয়।

সন্দ্বীপের হুমায়ুন কবির তালুকদার একাডেমিতে আলহাজ হারুন রাজাকে প্রাণঢালা অভিনন্দন

আলহাজ্ব হারুন রাজাকে হুমায়ুন কবির তালুকদার একাডেমির ছাত্রছাত্রীরা, শিক্ষকমন্ডলী, পরিচালনা কমিটি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ফুলেলশুভেচ্ছা দিয়ে বরণ করেন।  তাছাড়াও উক্ত একাডেমিতে আগমন উপলক্ষ্যে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।


সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারী ফখরুল ইসলাম এবং ছাত্রছাত্রী ও শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও মানপত্র পাঠ করেন মাস্টার আশ্রাফ উদ্দীন।

 

৭ম শ্রেণীর ছাত্র মুহাম্মদ নজরুল ইসলামের কোরআন তেলোয়াতের মাধ্যেমে অনুষ্ঠানের সূচনা হয়।  এরপর বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা হামদ নাত, দোয়া, মাসয়ালা উপস্তিতঅথিতিদের সামনে পরিবেশন করেন।

সংবর্ধিত অতিথি আলহাজ্ব হারুন রাজা তাঁর বক্তব্যে বলেন যে, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক কাজকর্মে জড়িত থাকার কারণে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়।  আপনাদেরআতিথিয়তা ও আন্তরিকতা পেয়ে আমি অভিভূত। আমার কাছে মনে হচ্ছে সন্দ্বীপ আমার দ্বিতীয় ঘর। আপনাদের ঐতিহ্যবাহী মিষ্টি ও দধি খেয়েছি। অতি সুস্বাদু। এই একাডেমিরপ্রতিষ্ঠাতা জনাব শিব্বীর আহমেদ তালুকদার সন্দ্বীপের ঐতিহ্য নিয়ে গল্প শুনাতেন, যা নিজ চোখে দেখে গেলাম।

তিনি বলেন যে, আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা একটি দুরহ কাজ। শিক্ষকদের বেতন ভাতা পরিশোধ করা কষ্টসাধ্য কাজ। আমি অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানের সাথেজড়িত। তার মধ্যে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত দনারাম জুনিয়র হাই স্কুল উল্লেখযোগ্য।

তিনি আরো বলেন যে, একমাত্র শিক্ষা জাতিকে সৎ ও যোগ্য নাগরিক উপহার দিতে পারে। আপনারা এই মহতী ব্রতে নিজেকে উৎসর্গ করেছেন। আমি আপনাদের সাথে আছি।  

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দীন (সাবেক কমিশনার) মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে উনি সংবর্ধিত অথিতির দৃষ্টিআকর্ষণ করেন ও অতিথিসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফুর রহমান রুবেলসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।