আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ১২:৫১ পূর্বাহ্ন
শুক্রবার, ০২ নভেম্বর, ২০১৮   |   sonalisandwip.com
অস্ত্র ও গোলাবারুদ সহ মগধরার ইউপি মেম্বার শিমুল গ্রেফতার

সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের সদস্য শিমুল মেম্বারকে বিপুল পরিমান অস্ত্র  ও গোলাবারুদ সহ গ্রেপ্তার করেছে সন্দ্বীপ থানার পুলিশ।

এ ব্যপারে সন্দ্বীপ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সন্দ্বীপ থানার সেকেন্ড অফিসার সোলাইমান পাটোয়ারী সোনালী সন্দ্বীপ ডটকমকে জানিয়েছেন।

-------------সন্দ্বীপ থানার পক্ষ দেয়া প্রেস ব্রিফিং----------------
অদ্য ০২ নভেম্বর ২০১৮ খ্রি: তারিখ সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান, পিপিএম মহোদয় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, সন্দ্বীপ থানার অবৈধ অস্ত্রধারী তালিকাভুক্ত সন্ত্রাসী এবং একাধিক মামলার পলাতক আসামী মোঃ জাহিদ সরওয়ার শিমুল প্রঃ শিমুল মেম্বার(৩৬) পিতা-মাষ্টার আবুল কাশেম সাং-মগধরা ৫নং ওয়ার্ড, পেলিশ্যার বাড়ী থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম অস্ত্র ও গুলি এবং তাহার সহযোগী সন্ত্রাসী বাহিনী নিয়া তাহার বসত বাড়ীতে অবস্থান করিতেছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান, পিপিএম মহোদয় সঙ্গীয় অফিসার ফোর্স সহ অদ্য ০২ নভেম্বর ২০১৮ইং তারিখ দুপুর ১৩:৩০ ঘটিকার সময় আসামীর শিমুল মেম্বারের বাড়ীতে পৌছা মাত্রই আসামীগণ পুলিশের উপস্থিতি টের পাইয়া পুলিশকে লক্ষ্য করিয়া গুলি বষর্ণ করিতে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে আসামীদের লক্ষ্য করিয়া পাল্টা গুলি বর্ষণ করিলে আসামীগণ একপর্যায়ে শতাধিক গুলি বর্ষণ করিয়া ঘটনাস্থল হইতে কৌশলে পালিয়ে যাওয়ার সময় আসামী মোঃ জাহিদ সরওয়ার শিমুল প্রঃ শিমুল মেম্বাকের গ্রেফতার করে এবং তাহার সহযোগী অপরাপর আসামীগণ পালিয়ে যায়। আসামীদের ছোড়া গুলির স্প্রিন্টারের আঘাত সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহজাহান, পিপিএম মহোদয়ের পেটের বাম পাশে, মোঃ সোহরাওয়ার্দী, পুলিশ পরিদর্শক(নি:) এর বাম হাতে, এসআই মোঃ হেলাল খান এর পেটের বাম পাশে, কং/১২৭৭ মোঃ রবিউল আলম এর ডান পায়ে, কং/১৪৯৩ মোঃ নাঈম মিয়ার বাম পায়ে জখম প্রাপ্ত হয়।  
আসামী মোঃ জাহিদ সরওয়ার শিমুল প্রঃ শিমুল মেম্বার‌কে উপস্থিত লোকজনের সম্মূখে জিজ্ঞাসাবাদে ও তাহার দেখানো মতে তাহার শয়ন কক্ষের বিভিন্ন স্থানে হইতে

২টি দেশীয় তৈরী দোনালা বন্দুক,
১টি দেশীয় তৈরী একনলা বন্দুক,
২টি দেশীয় তৈরী এলজি১৯ রাউন্ড কার্তুজ 
২ রাউন্ড গুলি
১টি রাম দা
৮টি বিভিন্ন সাইজের ছোড়া উদ্ধার করা হয়।

আসামী মোঃ জাহিদ সরওয়ার শিমুল প্রঃ শিমুল মেম্বার সন্দ্বীপ থানার অবৈধ অস্ত্রধারী তালিকা এবং মাদক ব্যবসায়ীদের পৃষ্টপোষক ও গডফাদার তালিকার ১নং ক্রমিকের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানার মামলা নং-১২ তারিখ-৩০-০৩-১৮ইং ধারা-আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ৪ ধারা, ২. সন্দ্বীপ থানার মামলা নং-০১ তারিখ-০১-০৪-১৮ইং ধারা-১৪৩/৩৪১/৪৪৭/ ৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৫০৬ দঃ বিঃ রহিয়াছে। পুলিশের উপর আক্রমণ এবং উদ্ধারকৃত অবৈধ অস্ত্র গুলি সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী মোঃ জাহিদ সরওয়ার শিমুল প্রঃ শিমুল মেম্বার ও তাহার সহযোগী অপরাপর আসামীদের বিরুদ্ধে পৃথক ০২টি মামলা রুজু প্রক্রিয়াধীন।