আজ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার, ০৩:১৭ অপরাহ্ন
বুধবার, ০৭ নভেম্বর, ২০১৮   |   sonalisandwip.com
এস এম জাকিরুল আলম মেহেদী : লাইফ মেম্বার : সোনালী মিডিয়া এন্ড পাবলিকেশন্স

নাম...এস এম জাকিরুল আলম মেহেদী

পিতা..মরহুম দেলোয়ার হোসেন মিয়া।

মাতা...মরহুমা মনির জাহান খানম।

স্ত্রী.. বিবি হনুফা সীমা।

সন্তান

* নুসাইবা মাহমুদা তাইফা জন্ম ০১/০৩/২০০৬. সপ্তম শ্রেণী র ছাত্রী। সিলভার ব্লেস কিন্টার গার্টেন এন্ড হাইস্কুল।

* যুবাইর মাহমুদ আয়ান। জন্ম ২০/১২/২০০৯ তৃতীয় শ্রেণী র ছাত্র। এস ও এস শিশু পল্লী। হালিশহর।

জন্মস্থান... বাটাজোড়া মিয়া বাড়ী। গ্রাম ও ইউনিয়ন.. বাটাজোড়া। সন্দ্বীপ। নদী সিকিস্তির পর..বর্তমানে কালাপানিয়া ইউনিয়নে।

বর্তমান ঠিকানা.. বাসা নং১২,লেইন নং ১০,ব্লক বি।হালিশহর,চট্টগ্রাম।

কর্মস্থলের ঠিকানা.. শিক্ষক, দারুল মারিফ।কুয়েত।

ফোন..০০৯৬৫৯৯৪৭৮৬৬২.

ইমেইল.. zakirulmehadi@gmail.com

সামাজিক কর্মকান্ড..

(১) ১৯৯২ সালে সন্দ্বীপের প্রথম প্রেসক্লাব গঠনে ভুমিকা রাখি ও প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারী নির্বাচিত।

(২) হালিশহর পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক।

(৩) হালিশহর মহিলা কলেজ, প্রতিষ্ঠাতা পরিচালক।

(৩) দারুল ফুনন ইসলামীক একাডেমি, কাট্টলী। সহকারী পরিচালক।

(৪) সদস্য সন্দ্বীপ এসোসিয়েশান চট্টগ্রাম।

(৫) সন্দ্বীপ এডুকেশন সোসাইটি চট্টগ্রাম। কুয়েত প্রতিনিধি.. দৈনিক আমাদের সময় ও সোনালী সন্দ্বীপ. কম।

বিদেশ ভ্রমণ... ১৯৯৯ সালে মাস্টার্সে পড়ার সময় সহপাঠীদের নিয়ে সার্কভুক্ত দেশ..ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ভ্রমণ। ২০০৭ সালে মক্কা ও মদিনা সফর করে পবিত্র বাইতুল্লাহ তাওয়াফ ও ওমরা সম্পন্ন। ২০০৮ সালে ইরাকের নাসিরিয়া ও বন্দর পরিদর্শন। ২০০৯ সালে দুবাই ও বাহরাইন, ২০১২ সালে কাতার ও ওমান ভ্রমণ অন্যতম।

শখ..ভ্রমণ করা ও ইতিহাস পড়া।

প্রিয় ব্যাক্তিত্ব...হযরত মুহাম্মাদ (সাঃ)

প্রিয় বাক্য.. বেশী তওবা করা ও গুনাহ ক্ষমা চাওয়া।

প্রিয় খাবার.. স্ত্রীর হাতের রান্না, সাদা ভাত ও ঝাল করে মাছ মাংস।

প্রিয় রং...নীল।

জীবনের উল্লেখযোগ্য ঘটনা.... ২০১৫ সালে প্রিয় দুলাভাই নুরুল আবছার সাহেবের চির বিদায় ও বড় ভাই (স্ত্রীর) সালাউদ্দিন বিপ্লব ভাইজানের অকাল মৃত্যু হৃদয়ের ক্ষতের চিহ্ন কোনদিন মুচে যাবেনা।