আজ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৯:৩৩ অপরাহ্ন
রবিবার, ১১ নভেম্বর, ২০১৮   |   sonalisandwip.com
রহমতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত

রহমতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা আজ ১১ নভেম্বর রবিবার দক্ষিণ পূর্ব রহমতপুর সরকারী প্রাথমিক বিধ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয় ।

রহমতপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিকাল ৩ ঘটিকা থেকে ইউনিয়ন পরিষদের সদস্যগন, শিক্ষকবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুক্তিযোদ্ধা, নারী নেত্রী,ব্যবসায়ী, এনজিও কর্মীসহ বিভিন্ন পেশাজীবীর নারী-পুরুষ নিয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


উক্ত মতবিনিময় সভায় নারী ১২ জন এবং পুরুষ ২৭ জনসহ মোট ৩৫ জন উপস্থিত ছিলেন।

ইউরোপীয়ন ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) তাদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ কমিউনিটি মতবিনিময় সভার আয়োজন করে।

উক্ত কমিউনিটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের সন্দ্বীপ উপজেলা সমন্বয়কারী নুরুল আহাদ আরিফ , দক্ষিণ পূর্ব রহমতপুর সরকারী প্রাথমিক বিধ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান, ইউ’পি সদস্য, শিক্ষকসহ প্রমুখ। কমিউনিটি মতবিনিময় সভায় গ্রাম আদালতের অধ্যাদেশ, আইন, এখতিয়ার, ক্ষমতা, আবেদন দাখিলের সময়, ফিস, সমন জারী, সদস্য উপস্থির অনুরোধ পত্র, আদালতের গঠণ, বিচার প্রক্রিয়া,ক্ষতিপূরণ আদায় ইত্যাদি বিষয়ে বিশদ ভাবে আলোচনা হয়। সর্বশেষ প্যানেল চেয়ারম্যন জনাব আবুল কালাম আজাদের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।