আজ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বুধবার, ০৩:১২ পূর্বাহ্ন
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯   |   sonalisandwip.com
গুনীজন সম্মাননা পেলেন লায়ন শওকত হোসেন চৌধুরী আজাদ

সামাজিক ও মানবিক কাজে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ লায়ন্স ক্লাব অব গ্রেটার রাজধানীর সাবেক সেক্রেটারী লায়ন শওকত হোসেন চৌধুরী এমজেএফকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম।

বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম এর ৫ম বর্ষ পদার্পন উদযাপন উপলক্ষে ১৫ ফেব্রুয়ারী আয়োজিত এক সভায় লায়ন শওকত হোসেন চৌধুরী এমজেএফকে এই সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শওকত হোসেন চৌধুরী (আজাদ) সন্দ্বীপের কাটগড় ইউনিয়নের গোলাম নবী পন্ডিতের বংশধর। দাদার নাম আলী মিয়া চৌধুরী। পিতার নাম বাহারুল উলুম চৌধুরী।  শশুর- জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম মোস্তফা রশিদী সুজা, খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী। লেখাপড়ার পাঠ চুকিয়ে ১৯৯৬ সাল থেকে শওকত হোসেন চৌধুরী (আজাদ) পোষাক শিল্পের সাথে জড়িত হয়ে বাংলাদেশের পোষাক শিল্পের বিকাশে অনন্য অবদান রেখে চলেছেন।  
ব্যবসা প্রতিষ্ঠান যাবির এন্টারপ্রাইজ ও যাবির ষ্টীল ইন্ডাষ্ট্রিজের স্বত্বাধীকারী শওকত হোসেন চৌধুরী (আজাদ) লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।

উল্লেখ্য, এর আগেও ওনি সামাজিক কাজের অবদান রাখায় বিভিন্ন সংগঠন থেকে অনেক সম্মাননা পেয়েছেন।