আজ শুক্রবার, ০৩ মে, ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ১০:১৫ অপরাহ্ন
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪   |   sonalisandwip.com
সন্দ্বীপ সন্তানের কান্না :: এসএম জাকিরুল আলম মেহেদী

কালবৈশাখী আসন্ন, উপকূলীয় মানুষের ক্রন্দন সাগরের ঢেউ হয়ে কখনো বিঁধেনা কারো বুকে!নিরন্ন নিরীহ অবুঝ অসহায় মানুষের শুধু হাহাকার! এই কালবৈশাখী কার জানি মায়ের বুক খাল করে এমন চাপা চিন্তায় সময় দিন মাস গুণে!
আধুনিকতার বিষবাষ্পে পুড়ে অঙ্গার আমার জন্মভূমি সন্দ্বীপ!

আকাশ সংস্কৃতির যুগে পৃথিবীর পরিবর্তন হলেও দুর্ভাগা অভাগী সন্দ্বীপ ধুঁকে ধুঁকে লড়াই করে কে কতোদিন বাঁচতে পারবে অসম প্রতিযোগিতায়! পাঁচশো বছরের জনপদ ব্রহ্মবর্তে আজও অশ্রুসিক্ত! মিথ্যার চোরাবালিতে আটকে আছে আমাদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি!
শতাব্দীর পর শতাব্দী শুনে কান জ্বালাপোড়া অনুভূতি গুলো মৃত সাগরের জীব জন্তু মোবিঁয়া স্ট্রিপের মতন!

পাঁচশত বছর পরে আলোর ঝলক দেখার পর আরও পাঁচশত বছর কী অপেক্ষা করতে হবে নতুন একটা নিরাপদ নৌ যোগাযোগ!?

পরের পাঁচশত বছর পর কী আমরা মুল ভূখন্ডের সাথে সংযোগ পাবো?হায়রে কপাল!! আজন্ম পাপ উপকূলের মানুষের!

পদ্মার ঢেউ বুকে নিয়ে দুই অঞ্চলের মানুষ যদি একটা সেতু আদায় করতে পারে, তারা যদি খরস্রোতা নদী শাসন করে দুই অঞ্চল এক হতে পারে, তাহলে সন্দ্বীপ চ্যানেল কেন শাসনের দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ?

গরীবের কুটিরে বিরানি হবেনা জানি, তবে কী ডাল ভাতের আয়োজন করা যায়না? এতোগুলা ফেরি অকেজো হয়ে পরে আছে পদ্মার চরে, আমরা দুর্ভাগা সন্দ্বীপের জনগণ ফেরি পাচ্ছিনা কেন?

শিশু না কাঁদলে মা বুঝে-না তার সন্তানের ক্ষিদে, আমরা না কাঁদলে কেউ কী ঘরে এনে দিবে মন্দের ভালো একটা নিরাপদ যোগাযোগ?

একজন সন্দ্বীপ মায়ের সন্তান হিসেবে মনজ্বলে স্বজনের ভালোবাসায়! সামনে কালবৈশাখী ঝড়ঝাপটা বইবে দ্বীপের উপর দিয়ে, আমাদের সন্দ্বীপের চতুর্দিকে বেড়িবাঁধ গুলো কী ঠিকঠাক আছেতো?না কী কোন এক আমাবস্যায় অথবা সাগরের ঝরে ভেসে যাবে আমাদের মা বাবা ভাইবোন গুলো?
# ২২/৪/২০২৪.

* এস এম জাকিরুল আলম মেহেদী : মধ্যেপ্রাচ্য প্রতিনিধি, দৈনিক একুশের বাণী! ও সন্দ্বীপের সন্তান!