আজ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ১২:৩৯ অপরাহ্ন
রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮   |   sonalisandwip.com
সিটি রুবেলের বদলে সন্দ্বীপের জনপ্রিয় ফুটবলার এম.ডি রুবেলকে আটক : মুক্তি দাবী

সাহেদ সারোয়ার শামীম

২০১২ সালের একটি হত্যাকান্ডের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় সিটি রুবেলের বদলে সন্দ্বীপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ও সন্দ্বীপ উপজেলার অনূর্ধ্ব ১৮ ও ১৭ দলের কোচ এম.ডি রুবেলকে আইনের বাধ্যবাধকতায় গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ!
২০১২ সালের সেই মামলায় সিটি রুবেলের বয়স লেখা ৩৬ বছর, সন্তোষপুর, সন্দ্বীপ। অথচ আমাদের ফুটবলার রুবেল তখন স্কুলে পড়ে। এই মিথ্যা মামলার ব্যাপারে অবগত হওয়ার পর থেকেই আমরা চেষ্টা করছিলাম একটি সমাধানে পৌঁছানোর। এই মাসে মামলার বাদী ও সরকারি পি.পি. এর সাথে কথা বলে রুবেলের কোর্টে আত্মসমর্পণের কথা ছিল।  
মাননীয় এম.পি, সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মামলার বাদীর সহযোগীতায় এবং সকল ক্রীড়ামোদীদের দোয়া ও আন্তরিকতায় রুবেল সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে ফিরে আসবে। সেই সাথে সকলকে অনুরোধ করবো, যদি কেউ জেনে থাকেন, কে এই সিটি রুবেল, কি তার পরিচয়, কোথায় তার শক্ত খুটির জোর তাহলে অবশ্যই যেন সেটা আমাদের বা থানার দায়িত্বরত কর্মকর্তাদের অবগত করে। তার অন্যায়ের সাজা কেন একজন নিরপরাধ, নিষ্পাপ, তরুণ ফুটবলার ভোগ করবে? 
রুবেলের পাশে থাকার জন্য সকল ক্রীড়ামোদী ও ক্লাবগুলোকে আহবান করছি।