আজ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০৪:০৯ পূর্বাহ্ন
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮   |   sonalisandwip.com
নিপীড়িত স্বজনের দুঃস্বপ্ন : ফিরিয়ে নাও তোমার দু'হাত খানা

অকৃতজ্ঞ বর্ণচোরা আমি, নিঃলজ্জ বেহায়া আমার মুখ। পারিনি বলতে মায়ের বক্ষপর্বতে কাঁচি চালাতে বারন করতে ।   মায়ের করুন আর্তনাদ আমাকে একটু ব্যাথিত করেনি  ! ওহে অকৃতজ্ঞ আমি, এতটুকু মর্ম স্পর্শ করেনি হ্নদয়ের কর্ন কুহরে । ওহে সন্তান তুই সন্দ্বীপের খেয়ে পড়ে আজ সন্দ্বীপ মা'কে ভুলে গেলে! !  না তোকে আমি ক্ষমা করবো না। আমার অভিশাপ আজ অগ্নিসম্পাত ।

মেঘনার লড়াইয়ে পয্যদস্তু আমি, ৬০ মৌজার যৌবনে কি অপরূপা সৌন্দর্য্য আমার রূপ ।   ক্ষয়িষ্ণু দেহ আজ পরে আছে ১০ মৌজার বার্ধক্যে । আমার স্নেহের রাজমোহন চক্রবর্তী, সৈয়দ আব্দুল মজিদ উকিল, এডভোকেট মোজাম্মেল হোসেন, এ ডিএম জামসেদ উকিল, ওবাইদুল হক, এ কেএম রফিক উল্ল্যাহ চৌধুরী, এডভোকেট সামছুল হুদা,মুস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল পাশা ছিল মাতৃপ্রেমিক সন্তান। দারিদ্র্তায় এতটুকু ভালবাসা হ্রাস পায়নি তাদের। আজ তোদের কাছে বেশি দামী #ধানের_শীষ আর #নৌকা ।

জন্ম আমার স্বার্থক ছিল, কৃতজ্ঞ আত্মার অস্তিত্বে বিশ্বাসী উঁচুদরের অবুঝ সন্তানের ভালবাসায় । যখন আমার বিরহে বিচ্ছেদে ভঙ্গুর শরীরের সাথে একাকার হয়ে সন্তান গুলো পথে প্রান্তরে প্লেকার্ড বুকে ঝুলিয়ে রাস্তায় দাড়িয়ে শুধু আর্তনাদ করেছে.....

সন্দ্বীপের মাটি আমার মা

দখল হতে দেবনা।।

তখন আমি তৃপ্তির ঢেঁকুর তুলেছি,এখনো সন্তান সজাগ আছে।আর নিতে পারবেনা ওবায়দুল মওদুদ গং।

উড়িরচর আমার অঙ্গ, জাহাজ্জার চর আমার দেহ,ঠ্যাংগার চর আমার রূপ। কেমন স্নেহ ভালবাসা আমার প্রতি ??  ৬০ মৌজার অঙ্গে কি করে আসে স্বর্নদ্বীপ আর ভাসান চর ??  প্রতিবেশী কালনাগীনির ছোবলে তোমাকে উদ্ধীগ্ন করেনি একবার।। পারনি একবার দাঁড়াতে ওবায়দুল মওদুদের সামনে দাড়িয়ে হুংকার দিতে......

আমার মা আমার মাটি

লড়লে এবার হবো গাজী,

সময় থাকতে সরে যা

না হয় লজ্জায় মরে যা।।

আমার সন্তান আছাদুল হক চৌধুরী সাহেব মিয়া, আজীবন লড়েছে বজ্জাতি দের সাথে, তার সন্তান বায়রন লড়ে যাচ্ছে আজও। Monirul Huda বাবন হাইকোর্টের বারান্দায় দাঁড়িয়ে আছেন দ্বিপ্রহর । তোরা কি পক্ষ হয়েছিস মামলায় ?? না হসনি জানি ।। তবে এ মামলায় সংক্ষুব্ধতা প্রকাশ করে নেত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিস ?? না । তাও করলিনা । কেন বা করবি তোরা ? তোদের কাছে আজ অনেক বড় প্রাপ্তি

ধানের শীষ আর নৌকার টিকেট।

ফিরিয়ে নে তোদের দুখানা হাত, কোন ভোট নেই তোদের।।

আমি বেঁচে থাকতে চাই নতুন স্লোগানে ।।

আমার ভিটে আমার চর

সন্দ্বীপ বাসী রক্ষা কর ।।

সুস্থ ও নিরাপদ ভ্রাতৃত্ববোধে ভালো থাকুন সবাই ।।

=================================

# এস এম জাকিরুল আলম মেহেদী 

পরিচালক.. হালিশহর মহিলা কলেজ। চট্টগ্রাম।

zakirulmehadi@gmail