ইলিয়াস কামাল বাবু;; সোনালী সন্দ্বীপ ::
দক্ষিণ সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ষোলশহরস্থ এম.রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মোহাম্মদ আমিনুর রসুল (জামসেদ) এর সহায়তায় প্রতি বছরের ন্যায় এ বছরও ১৭ মার্চ সকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার ৫ শতাধিক গরীব ও দু:স্থ মানুষের মাঝে ১৫ লক্ষ টাকার যাকাত (নগদ অর্থ) ও ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।
এ বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন, ফাউন্ডেশনের মহা সচিব মো: মাইন উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, সবেক মেম্বার-মজহারুল ইসরাম প্রমুখ ।