আজ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০৪:৩১ পূর্বাহ্ন
শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯   |   sonalisandwip.com
হালিশহরে মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা

‘তারুণ্য হোক মাদকমুক্ত’ : শ্লোগানে উজ্জীবিত হয়ে মাদকমুক্ত তারুণ্যের উদ্যোগে নগরীর হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আজ ১৫ ফেব্রুয়ারি মাদকবিরোধী প্রচারণা সম্পন্ন হলো ।

দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে এই আয়োজনের উল্লেখযোগ্য কার্যক্রম ছিলো লিফলেট বিতরণ ।

জুমার নামাজের পর প্রায় দুই হাজারের অধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় মাদকবিরোধী লিফলেট । মাদকমুক্ত তারুণ্য চাই এর আহ্বায়ক শামসুল আজম মুন্না বলেন, ‘আমাদের দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য দেশের যুবসমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে হবে। ’

মাদক নির্মূলে সরকারকে সহযোগিতা করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য বিভিন্নসময় ধরে প্রাণনাশের হুমকি সত্ত্বেও শামসুল আজম মুন্না দীর্ঘদিন যাবৎ মাদকবিরোধী জনসচেতনতা মূলক কার্যক্রম করে আসছেন।