আজ শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৬:২২ পূর্বাহ্ন
রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯   |   sonalisandwip.com
নিঃসঙ্গ মনের চাওয়া # হাফেজা বানু

সময়ে সময়ে মন খুব চাই সব ছেড়ে চলে যায়---
ঐ দূর দূরান্তে!!
হঠাৎ চলার পথে থমকে দাঁড়ায় ---
মনে হয় কেউ যেনো বলছে আমায় ডেকে
যাচ্ছো কোথায় আমায় একা ফেলে!!

যতই আমি চাই যে যেতে অতীত স্মৃতি ভুলে যেতে
ততই আমি যাচ্ছি মিশে চোরাবালির গভীর বাঁকে!!
কালবৈশাখীর ঝড়ো হাওয়ায় অতীত স্মৃতি দিলাম তুলে
ঘুরে ঘুরে স্মৃতিগুলো ফিরে আসে আমার কাছে
তাই তো এই হৃদয় আমার অকারণে কেঁদে মরে!!

কতো সময় যায় যে চলে -- সবার জন্য প্রাণ যে কাঁদে
কেউ কি তার খবর রাখে??
সুখে আছি বেশতো আছি সবাই ভাবে তাই --
হৃদয় আমার কেঁদে কেঁদে অসাড় হয়ে যায়!!

ছোট্ট বেলার সাথীরা আজ ব্যস্ত হয়ে আছে --
যতই আমি চাই না সময় দেবার কেহ নাই!!
তোমার কাছে আমার সময় হয়ে আছে ঋণ--
এসব এখন কথার ফানুস আমি বুঝেছি!!

রাস্তার ধারের ঐ দোকানী আড় চোখে চায়--
মুখের পানে তাকিয়ে সে কি বুঝতে চায়??
সময় যতই যাকনা কেটে সময় ফিরে না--
সময় ফিরে আসবে ভেবে জীবন চলে যায়!!

কিসের আশায় বেঁচে আছি আজও বুঝলাম না
সবার জন্য এই হৃদয়ে আঁকা ছবি মলিন হবেনা। ।
চাওয়া পাওয়ার গরমিল যতই ততই তুমি পর--
সবার কাছে চাই ভালোবাসা জানে ইশ্বর। ।

সকল চাওয়ার একটি চাওয়া কেউ তো ভুলে না--
তোমরা আমার পাশে থাকো কখনো একা করোনা। ।


# হাফেজা বানু