আজ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০১:১০ পূর্বাহ্ন
রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩   |   sonalisandwip.com

শুধুমাত্র মহান প্রতিপালকের সন্তুষ্টি এবং জান্নাতের প্রত্যাশায় মসজিদ ডট লাইফের জন্য নিবিড়ভাবে আমাদের সাথে কাজ করতে আগ্রহী - এমন কোন বন্ধু থাকলে কথা বলুন। ।

সর্বনাশা সুদ - যার ছোট গুনাকে বলা হয়েছে মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়ার মত গুনাহ; আর বড় গুনাহকে বলা হয়েছে আল্লাহ এবং তাঁর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার মত গুনাহ।

সেই সর্বনাশা সুদের বিপরীতে আমরা একটা সুদ মুক্ত প্ল্যাটফর্মকে সারা দেশ এবং দুনিয়ায় সম্প্রসারিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

সুতরাং, মসজিদ ডট লাইফের পিছনে আমাদের ব্যয়িত সময়, শ্রম, অর্থ এবং চিন্তা-চেতনা সবকিছুই এবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ।

(কর্মের ফল নিহতের উপর নির্ভরশীল)

যারা পর্দাশীল, যারা কন্ঠেরও পর্দা করেন - সেসব মা বোনদেরও কাজ করার সুযোগ রয়েছে - পৃথিবীর যেকোন প্রান্তে বসে।

আমরা যারা একেবারে খাঁটি নিয়তে মসজিদ ডট লাইফ নিয়ে কাজ করছি বা করব - দল বেঁধে ইনশাল্লাহ আল্লাহর জান্নাতে প্রবেশের দৃঢ় আশা রাখি। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং অতি উত্তম পুরস্কার দাতা।

এগিয়ে আসুন - ম্যানেজমেন্ট সাপোর্ট কিংবা ইন্টেলেকচুয়াল সাপোর্ট কিংবা ফিন্যান্সিয়াল সাপোর্ট দিতে।

বিনীত-

কামাল আহমেদ

ফাউন্ডার

মসজিদ ডট লাইফ

ইমেইল:

masjid.life.kamal@gmail.com

ফোন: +1 919 360 8286 ( WhatsApp)

www.masjid.life

♥♥♥♥♥♥

#এক_নজরে_মসজিদ_ডট_লাইফ#

১০০% সুদ মুক্ত এবং মুনাফা, সার্ভিস চার্জ, জরিমানা ও জামানতবিহীন সহজ কিস্তির ক্ষুদ্রঋণ বা কর্জে হাসানা বিতরণ করছে স্বেচ্ছাসেবী সেবা মূলক সংগঠন - মসজিদ ডট লাইফ www.masjid.life

দেশের সকল ধর্মের প্রান্তিক দরিদ্র ও সংকটে নিপতিত মানুষদের জন্য এই ক্ষুদ্রঋণ।

♦ ঋণ গ্রহীতার নিকট হতে আবেদন পত্রের ফি বা এসএমএস চার্জ বা বিলম্বি ফি বা অন্য কোন অজুহাতে একটি পয়সাও অতিরিক্ত আদায় করা হয় না।

♦ এই ঋণের জন্যে - ঋণ গ্রহিতাকে কোন অগ্রিম প্রদান করতে হয় না এবং প্রদত্ত ঋণ হতে কোন অগ্রিম কিস্তি কর্তন করা হয় না।

♦ এই ঋণের সর্বোচ্চ সীমা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা।

♦ মসজিদ ডট লাইফ সরাসরি কোন ঋণ বিতরণ করে না। মসজিদ গুলোতে ব্রাঞ্চ স্থাপন করে লোকাল ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে ঋণ বিতরণ ও কার্য পরিচালনা করে

(এজন্যই এর নামকরন করা হয়েছে - মসজিদ ডট লাইফ)। প্রতিটি ব্রাঞ্চ তাদের সমাজের লোকজনের মধ্যেই এই ঋণ বিতরণ করে।

♦ ব্রাঞ্চগুলো - মসজিদ ডট লাইফকে কোন সেবার জন্য এক পয়সাও পেমেন্ট করতে হয় না; অর্থাৎ সব সেবা ১০০% ফ্রি।

♦সারা পৃথিবীর কোথাও কোন অফিস নেই; একজন কর্মচারীও নেই এবং একটি পয়সাও ব্যয় নির্বাহ ব্যতীত অর্থাৎ জিরো কস্ট এ - এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এখানে সবাই ১০০% বিনা পারিশ্রমিকে কাজ করেন।

♦মসজিদ ডট লাইফ ওপেন বুক সফটওয়্যার মেনটেইন করে যা সবার জন্য উন্মুক্ত।

♦ মসজিদ ডট লাইফের কোন ধরনের ধর্মীয় কর্মসূচি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই।

মানব সেবার জন্য - এটা সকল ধর্মের এবং সকল রাজনৈতিক মতাদর্শের মানুষদের সম্মিলিত প্ল্যাটফর্ম।

♦বর্তমানে দেশের একুশটি জেলায় ৬০ টির ও বেশী ব্রাঞ্চের মাধ্যমে মসজিদ ডট লাইফের ঋণ বিতরণ চলছে।

♦ ২০২৩ সাল থেকে এই প্রতিষ্ঠানটি শিক্ষা ঋণ বিতরণ কার্যক্রম শুরু করবে - ইনশাল্লাহ। দেশের প্রান্তিক দরিদ্র পরিবারগুলো থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে এই ঋণ গ্রহণ করবেন এবং চাকুরী জীবনে গিয়ে এই ঋণ পরিশোধ করবে - একটি পয়সাও অতিরিক্ত প্রদান ব্যতিরেকে।

♦ মাত্র এক হাজার টাকা থেকে শুরু করে যেকোনো পরিমাণ টাকা দিয়েই একজন ডোনার হতে পারেন।

Account No : 20506030200065311

Account Name : Masjid.life

Routing No : 125300348

Bank Name : Islami Bank Bangladesh Ltd

Branch Name : HOSPITAL MOOR SUB BRANCH, FENI.

Thana & District :

Feni Sadar, Feni

♦ কেউ যদি বিকাশ কিংবা নগদে -ডোনেশন প্রদান করতে চান অনুগ্রহ করে জানাবেন।

♦ আপনি চাইলে ডোনেশনের টাকা সরাসরি আপনার গ্রামের বা পছন্দের ব্রাঞ্চের একাউন্টে পাঠাতে পারেন।

সবগুলো ব্রাঞ্চের ব্যাংক একাউন্টের তালিকা আমাদের ওয়েবসাইটে দেয়া আছে।

♦ প্রাপ্ত অনুদানের সমুদয় টাকা ব্রাঞ্চ গুলোকে বন্টন করে দেয়া হয় ঋণ বিতরণের জন্যে। প্রাপ্ত অনুদান থেকে একটি পয়সাও মসজিদ ডট লাইফ ব্যয় করে না।

♦ নাড়ীর ঠিকানা - আপনার প্রিয় গ্রামটিকে দারিদ্র্যমুক্ত করতে মসজিদ ডট লাইফের সহায়তা নিন।

♦ বিস্তারিত জানতে এবং ব্রাঞ্চের জন্যে অনলাইনে আবেদন করতে ওয়েব সাইট ভিজিট করুন www.masjid.life অথবা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন।

♦ মহাজনী সুদখোর আর দাদন ব্যবসায়ীদের নিষ্ঠুরতার শৃঙ্খল থেকে সারাদেশের প্রান্তিক দরিদ্রদের সুরক্ষিত রেখে - লাখো মলিন মুখে হাসি ফুটিয়ে তুলে তাদের জীবনে সফলতার গল্প গাথা তৈরির এক অনন্য চিন্তা ধারা হচ্ছে - মসজিদ ডট লাইফ। আপনিও হয়ে যান মায়াময় এই দুঃসাহসিক অভিযাত্রার একজন সহযোদ্ধা।।