আজ শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০২:০৮ অপরাহ্ন
রবিবার, ২১ মে, ২০২৩   |   sonalisandwip.com
শাহরুখ আরিয়ান ও সমির-ছবি সংগৃহিত

 শাহরুখ খানের সাথে সাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) কর্মকর্তা সমির ওয়াংখেড়ের চ্যাট ইতোমধ্যে অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। প্রায় দু’বছর পর আবার আলোচনা-সমালোচনা শুরু হয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলা নিয়ে। ওই মামলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমিরের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।

সিবিআই তদন্তে ইতোমধ্যেই প্রকাশ হয়েছে, আরিয়ানকে জেল থেকে ছাড়তে শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন সমির। সমিরকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। তাতেই প্রকাশ পায়, শাহরুখ-সমিরের সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের চ্যাট। সেখানে ছেলে আরিয়ানের জন্য মুক্তিপ্রার্থনা করেছেন শাহরুখ খান। যদিও মেসেজের উত্তর দেননি সমির। তবে এই চ্যাটের পুরোটাই মিথ্যা বলে সংবাদমাধ্যমে কাছে দাবি করেছেন শাহরুখের এক ঘনিষ্ঠ বন্ধু।

প্রকাশ হওয়া মেসেজ অনুযায়ী শাহরুখ লিখেছেন, ‘এত রাতে আপনাকে মেসেজ করার জন্য ক্ষমাপ্রার্থী। কিন্তু আমার অবস্থাটা বুঝুন, আমি তো বাবা! আপনার কাছে দয়া ভিক্ষা করছি।’ আরিয়ান বদলে যাবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন শাহরুখ। তবে শাহরুখ খানের ওই বন্ধুর কথায়, ‘যে চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়েছে বিভিন্ন মাধ্যমে, তা মিথ্যা। এমন কোনো কথাও হয়নি শাহরুখের সাথে সমিরের। আমার মনে হয়, সমির ওয়াংখেড়ে একটু বোকার মতো কাজ করে ফেলেছেন। যদি শাহরুখের সাথে কথা হতো, তা হলে সমির ওয়াংখেড়ের কোনো চ্যাট বক্স নেই কেন? আসল সত্যটা হলো, শাহরুখ হোয়াটসঅ্যাপই ব্যবহার করেন না।

যখন আরিয়ান জেলে ছিলেন, শাহরুখ ছেলেকে মুক্ত করার জন্য কারো কাছেই যাননি। তিনি আরো বলেন, ‘এটা ঠিক, রাতের পর রাত না ঘুমিয়ে পার করেছে তিনি। কিন্তু শাহরুখ সর্বদা দেশের আইনের ওপর আস্থা রেখেছেন। ছেলেকে জেল থেকে ছাড়ানোর জন্য কোনো সরকারি কর্মকর্তার কাছে অনুরোধ করেননি। কারণ শাহরুখ জানতেন, তার ছেলে নির্দোষ।’