আজ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ১১:১০ পূর্বাহ্ন
শনিবার, ০২ জুন, ২০১৮   |   sonalisandwip.com
মাইনউদ্দীন মনি

। । . মাইনউদ্দীন মনি । ।

 ১ জুন ২০১৮ সাল, আমার জিবনের সবচেয়ে স্বরনীয় একটা দিন।  এই তারিখে আমি ও আমার ভগ্নিপতি সহ চট্রগ্রাম বাড়বকুন্ড ফেরিঘাট থেকে সন্দ্বীপ আসার জন্য লঞ্চে উঠি। ঐ দিন ছিল শুক্রবার ১ জুন ২০০১ সাল।

আজ থেকে আরো ১৮ বছর আগের ঘটনা। লঞ্চটা ১ ঘন্টা চলার পর হটাৎ বাম পাশ্বে কাত হয়ে নিচের দিকে তলিয়ে যায়। যাত্রী ছিল প্রায় ২০০ জনের মত। ঐ দিন ঐ লঞ্চে ছিল আমাদের সাবেক সংসদ সদস্য মুরহুম আলহ্বাজ মুস্তাফিজুর রহমানের মাতা ও বোন। বোন বেঁচে আছেন, কিন্তু ওনার মাতার লাশ পাওয়া যায়নি। আমি প্রায় ১ ঘন্টা পর নদী থেকে উঠি। তাও আমাকে উদ্বার করেন ফকিরা হাট ঘাট থেকে আসা একটা নৌকা।

মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি। আমার পরিচিত অনেকে ঐ দিন শহীদ হয়েছেন। অনেকের লাশ ও পাওয়া যায়নি। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।আল্লাহ্ তাদেরকে জান্নাত দান করুন আমীন।আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ্ হাফেজ।

 

মোঃ মাইনউদ্দীন মনি, রহমতপুর, পৌরসভা ওয়ার্ড নং ৯, সন্দ্বীপ, চট্টগ্রাম