আজ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০৭:০৫ অপরাহ্ন
বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪   |   sonalisandwip.com
রহমতপুর নদী সিকস্তি পুনর্বাসন কমিটির আত্মপ্রকাশ

মোবারক হোসেন ভূইয়া :: সোনালী সন্দ্বীপ ::

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া মানুষদেরকে নিয়ে রহমতপুর নদী সিকস্তি পুনর্বাসন কমিটি নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার সন্ধ্যা সাতটায় এ লক্ষ্যে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে রুহুল আমিনের সঞ্চালনায় ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শফিকুল মাওলা দুলাল।

সভায় সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীকে আহবায়ক, রুহুল আমিনকে সদস্য সচিব এবং আবুল বসারকে অর্থ সচিব করে তিন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটির তিনজন মিলে পরবর্তীতে পরামর্শ করে একটি পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করবেন।  

এই সময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, মাষ্টার আবুল কাশেম, নাসির উদ্দীন মাহামুদ, শফিকুল মাওলা দুলাল, মোঃ সোলাইমান, আবু তাহের, মোহাম্মদ মুসলিম উদ্দিন, আবু সায়েদ, রিতা তাসলিম, রোকেয়া আক্তার, শাহাব উদ্দিন, আফজাল হোসাইন, আবুল কাশেম বাবুল, আলমগীর কবির, সিরাজুল ইসলাম প্রমূখ।