আজ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০১:৪১ পূর্বাহ্ন
রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮   |   sonalisandwip.com
পরিবহন শ্রমিকদের ধর্মঘটে ঢাকার যাত্রাবাড়ীতে সাংবাদিক লাঞ্চিত

পরিবহন শ্রমিকদের ধর্মঘটে ঢাকার যাত্রাবাড়ীতে জনভোগান্তির ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক ফটোসাংবাদিক।

পূর্ব ঘোষণা অনুযায়ী, রোববার সকাল থেকে গণপরিবহন বন্ধ রাখার কথা থাকলেও যাত্রাবাড়ীতে অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলতেও বাধা দেয়া হয়।

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন ফটোগ্রাফার যাত্রাবাড়ীর আড়তের সামনে ছবি তোলার সময় একদল পরিবহন শ্রমিক এগিয়ে এসে তাকে ছবি তুলতে নিষেধ করে। এ সময় তারা মুখে পোড়া মবিল মেখে দেয়ারও হুমকি দেন।

তিনি কিছুটা সরে এসে আবারও ক্যামেরা বের করলে শ্রমিকরা তার ক্যামেরা কেড়ে নেন এবং মোটরসাইকেলের চাবি আটকে রাখেন। প্রায় আধা ঘণ্টা আটকে রাখার পর ওই ফটোগ্রাফারের অনুরোধে তার বাইকের চাবি ও ক্যামেরা ফেরত দেন শ্রমিকরা।

তিনি বলেন, ওরা যা ইচ্ছে তাই বলে গালাগাল করেছেন আমাকে। বলেছেন- ‘তোদের মতো সাংবাদিক দরকার নাই। তোরা সরকারের দালাল, তোরা আমাদের কথা লেখিস না, তোদের ছবি তোলার দরকার নাই’