আজ শনিবার, ০৪ মে, ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০৩:৪৭ পূর্বাহ্ন
মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩   |   sonalisandwip.com
মায়ের চিঠি : এসএম জাকিরুল আলম মেহেদী

আম্মা একবার চিঠি লিখছে

ওহুত, তুই হিয়ানে কি খাস দাচ?

মা'র হরানে কিছু যা-না

হারা দিন শুধু হায়হুতাশ!

 

তোর বাপেরে কই আঁই

আন্নে এককানা খবর লন,

আঁর হুতের চিঠি হাইনা

কি য়ইছে দেখি আয়েন!

 

তোর বাপ হাষান দিলা

আঁরে মারে ধমক,

আঁর মন আর বুঝেনা

বেজ বেজায় কান্দি যায় দিনরাত!

 

চিঠি হাইলে দেরি করিচ্ছা

তাড়াতাড়ি উত্তর দিস

মা'র মন কিল্লাই উতালা

না আঁর মরন আইছে, তোরে চায় মরবেল্লাই!

 

চিঠি পাই হুতে কান্দে

মা কেমনে জানলো..

আঁই যে মরন রোগে হুতি রইছি

কপিলের বাংলোয়!

 

মা বেগ্গুন বুঝি একই রকম

হুতের জ্বলা জ্বলে

হুত কিল্লাই বউ পাইয়েরে

মা'রে ভিন্ন করে!

 

আন্নেরা আঁর কবিতা হরি

নতুন দীক্ষা লন

বউ থাইকবো বউর জাগাত

মা থাইকবো মাথাত!!

-

রচনা কাল....... ১২/৮/২০২১

 

বিঃদ্রঃ.... সন্দ্বীপের আঞ্চলিক ভাষায় প্রবাসী ছেলের কাছে কাব্যে স্বশিক্ষিত মায়ের পত্র !