আজ শুক্রবার, ০৩ মে, ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৮:৩৮ অপরাহ্ন
সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩   |   sonalisandwip.com
প্রবীন সাংবাদিক সাবেক তথ্য কর্মকর্তা খালেদ বেলাল আর নেই

:: মিলাদ উদ্দিন মুন্না :: 

প্রবীন সাংবাদিক, বিশিষ্ট গল্পকার-লেখক ও সাবেক তথ্য কর্মকর্তা খালেদ বেলাল ইন্তেকাল করেছেন। সোমবার সকাল দশটায় চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।

বার্ধক্যজনিত শারীরিক সমস্যা নিয়ে গত দুই সপ্তাহ ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের মৌলভী বাজার সংলগ্ন অলি গান্ধীর বাড়ি (প্রকাশ আবুর গো বাড়ি)'তে জন্ম নেওয়া খালেদ বেলাল দৈনিক ঈশান পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি একাধারে সাংবাদিক, সাবেক তথ্য কর্মকর্তা ও বিশিষ্ট গল্পকার ছিলেন। তিনি বাউরিয়া নিবাসী দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অলি গান্ধীর ভাইপো।

কর্মজীবনের শুরুতে তিনি ঢাকার দৈনিক পয়গামে চাকুরী করেছেন। তারপরে যোগ দেন সরকারের তথ্য অধিদপ্তরে (পিআইডি)। সরকারি দায়িত্ব থেকে অবসর নিয়ে আবারো যুক্ত হন সাংবাদিকতা পেশায়। দৈনিক ঈশানের পর কাজ করেন ইংরেজী দৈনিক ‘দ্য পিপলস ভিউ’- এ।

‘মরা গাঙ্গে ডুব সাঁতার’, ‘ক্ষমা করো শরীফার মা’সহ বেশ কয়েকটি গল্প ও প্রবন্ধ লিখেছিলেন তিনি।