আজ শনিবার, ০৪ মে, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০১:৪৭ অপরাহ্ন
শনিবার, ১১ নভেম্বর, ২০২৩   |   sonalisandwip.com
ভাঙ্গনরোধে সোয়া দু'কোটি টাকা ব্যয়ে উরিরচর তীর রক্ষা কাজের উদ্বোধন

রহিম মোহাম্মদ ::

চট্টগ্রামের সন্দ্বীপের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন উরিরচরকে ভাঙ্গন থেকে রক্ষা করতে সাতাইশ হাজার জিও ব্যাগ ফেলার কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জরুরী তীর প্রতিরক্ষার আওতায় প্রায় দু'কোটি পঁচিশ লাখ টাকা ব্যয় বরাদ্দে এ কাজ শুরু হয়।

শুক্রবার সকালে দক্ষিণ উরিরচর কলোনী বাজার সংলগ্ন ভাঙ্গন কবলিত  নদীতীরে কাজের নামফলক উন্মোচন করেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।

এ সময় পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী তানজিম সায়েব আহম্মদ, সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সহ স্থানীয় আওয়ামিলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল দশটায় কলোনী বাজারে উরিরচর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহফজুর রহমান মিতা এমপি।

তিনি বলে, ক্রসবাঁধ দিয়ে উরিরচরের সাথে সুবর্ণচর (নোয়াখালী) কে সংযুক্ত করা হবে, শীঘ্রই এ কাজ শুরু হবে। এ ছাড়া অদূর ভবিষ্যতে সন্দ্বীপের সাথে উরিরচরের সড়ক বাঁধ নির্মানের প্রতিশ্রুতি দেন।

এমপি মিতা বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় এলে লুটপাট ও অশান্তি সৃষ্টি হয়। বিএনপি সন্ত্রাসী দল,কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষনা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তানজিম সায়েব বলেন, উরিরচর রক্ষায় পর্যায়ক্রমে সকল ব্যবস্থা গ্রহন করা হবে।

ছাত্রনেতা সোহেল রানার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, প্রকৌশলী তানজিব সায়েব আহাম্মদ, মেয়র মোক্তাদের মাওলা সেলিম,ভাইস চেয়ারম্যান ওমর ফারুক,আওয়ামীলীগ নেতা শাহেদ সারোয়ার শামীম, চেয়ারম্যান জিল্লুর রহমান,মাহফুজুর রহমান সুমন, মুহিদুল শিকদার জিকু, আবুল বশার, শামীম মাহমুদ, নুর উদ্দীন, মনির হোসেন প্রমুখ।