আজ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ সোমবার, ০৩:৪২ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩   |   sonalisandwip.com
ওদের নাম পথ শিশু না হয়ে, শিশু হোক : আব্দুর রহমান ইমন

বছরের দুটি মাস খুব তীব্র শীত পড়ে। পৌষ ও মাঘ মাসে সাধারণত দেশে শীতের প্রকোপ থাকে। শীতকালকে সাধারণত অভিজাত পরিবারের মানুষেরা উৎসবের ঋতু হিসাবে নেয়। এই মৌসুমে তারা নান রঙের পোশাক, নানান উৎসব ও শীত নিবারণের কত আয়োজন।

তবে এই শীত সবার জন্য আনন্দ বয়ে আনে না। শীত মৌসুমে কত মানুষ দুঃখ কষ্টে ভুগছে। দেশের গত কয়েকদিনে যে পরিমাণ শীত পড়েছে তাতে একটু খেয়াল করবেন আপনি তো কত চমৎকার ভাবে দামি দামি সুয়েটার আর কত আয়োজনে শীত নিবারণ করেছেন, অথচ ঐ রাস্তার পাশে ঘর হারা পথশিশুরা কেমন ছিল?

একটু কি খবর নিয়েছিলেন, শহরের রাতের আধারে কোনরকম একটা পলিথিন মুড়িয়ে কনকনে শীতে সুয়ে থাকা শিশুটার?

না আমরা কেউ তাদের খবর রাখে নি! রাখার কথাও না। আমরাতো আতশবাজি আর ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করে নিতে ব্যাস্ত।

আবার কেউ কেউ ব্যাস্ত শীতের আমেজ উপভোগ করতে। শীতের তীব্রতা সহ্য করতে না পেরে তারা বস্তা বন্দি আর আমরা বিত্তশালীরা ব্যাস্ত কোটি টাকার খরচ করে শীতের আমেজ কাটাতে! তবে আসুন আজ থেকে ওদের নাম পথশিশু না বলে শিশু বলি।

আসুন সকল সামাজিক কর্মী, বিত্তশালী ও সামার্থ্যবান বন্ধুরা তাদের পাশে দাড়াঁই।

# আব্দুর রহমান ইমন, শিক্ষার্থী, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।